খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ছাত্রদলের মশাল মিছিল


প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৩, ২:৪৪ পূর্বাহ্ন / ১৪১
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ছাত্রদলের মশাল মিছিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল।
শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল হয়।

মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসাইন এতে নেতৃত্ব দেন। মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে পলওয়েল মার্কেট হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মশাল মিছিলপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বায়েজিদ হোসাইন বলেন, আমাদের সুস্পষ্ট দাবি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার অনুমতি দিতে হবে। গুরুতর অসুস্থ বিএনপি’র চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপনের নেতৃত্বে গতকাল বুধবার রাতে মশাল মিছিল করে মৌলভীবাজার জেলা ছাত্রদল। মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, রিপন আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মিলন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, যুগ্ম আহ্বায়ক মাকনুনুর রহমান, সৈয়দ তপু আলী, ইমাদ হোসেন অর্নব, ফাহিমুল ইসলাম, নেছার তালুকদার, শাহ মুরাদ জাবের, জিহাদ প্রমূখ।

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের কুসুমবাগ এলাকায় অনুষ্ঠিত এ মশাল মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন। মশাল মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, রিপন আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মিলন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, যুগ্ম আহ্বায়ক মাকনুনুর রহমান, সৈয়দ তপু আলী, ইমাদ হোসেন অর্নব, ফাহিমুল ইসলাম, নেছার তালুকদার, শাহ মুরাদ জাবের, জিহাদ প্রমুখ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল। সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিক্ষোভ মিছিলটি এ আর প্লাজা থেকে শুরু হয়ে ধানমন্ডি শেখ কামাল মাঠ প্রদক্ষিণ করে আনোয়ার খান মর্ডান মেডিকেলের সামনে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. হাসিবুল হাসান সজীব, হায়াত মাহমুদ জুয়েল, সোহানুর রহমান সোহান, রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিল্লাদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, সহ-ধর্ম সম্পাদক প্রদীপ অধিকারী, সহ-শিক্ষা সম্পাদক আবুবক্কর সিদ্দিক। এছাড়াও ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলকর্মী মো. সাজ্জিদ হোসেন, ইনজামামুল হক ইমন, রাহাত হোসেন, রিফাত হোসেন, নাহিন হাসান, হাসান, সাজ্জাদ, আল-আমিন, শামসুদ্দিন প্রমুখ।

আওয়ামী লীগ সরকারকে হটাতে না পারলে বাংলাদেশ আরেকটি ফিলিস্তিন হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুলহক নুর। তিনি বলেন, ইসরাইল ও ফিলিস্তিনি ইস্যুতে বিবৃতি দিয়ে সরকার দ্বিচারিতা করেছে। সরকার দুই পক্ষকে যুদ্ধ বিরতির কথা বলেছে। এখানে তো দুই পক্ষ যুদ্ধ করছে না। যুদ্ধ বন্ধ করলে ইসরায়েলকে বলতে হবে। কারণ তারা যুদ্ধ জাহাজ, বিমান, রণতরী, অস্ত্র সুসজ্জিত বাহিনী নিয়ে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর নির্যাতন চালাচ্ছে।  শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত ফিলিস্তিনির প্রতি সংহতি জানিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ শেষে এক মিছিল নিয়ে পল্টন, পানির ট্যাংকি, নাইটিংগেল মোড় ঘুরে পানিরট্যাংকি মোড়ে এসে শেষ হয়।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ