কালিয়া নড়াইল প্রতিনিধিঃ
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ”
এই প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলের কালিয়ায়
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই (শনিবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে, মৎস্য কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম শেখ, আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল, , কালিয়া থানার ওসি ( অপারেশন) মোঃ ওয়ালিয়ার রহমান,আনসার ভি,ডি,পি,ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার হোসেন কালিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম শাহীসহ ক্লাবের সাংবাদিক বিন্দু।
অনুষ্ঠানে বক্তারা মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা বলেন ‘মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছে পুকুর, খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।’ এছাড়াও মৎস সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা জুড়ে ২৩ থেকে ২৯জুলাই বিভিন্ন কর্মসূচির কর্মসূচি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :