শাহ্ আলমঃ রাজধানী ঢাকার শাহ্ আলী থানার নবাবের বাগে আজ রোববার ২৮/০১.২০২৪ আনুমানিক সকাল ০৭.দিকে মধ্যপাড়া তুরাগ নদীর বেরীবাধ সংলগ্ন ওয়াকওয়ের উপরে পানির পাইপ লাইনের সাথে লাইনের রশির সাথে ঝুলন্ত অবস্থায় আক্তারুল ইসলাম (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেন সাভারস্থ আমিনবাজারের নৌ পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারনা আক্তারুলকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ এখানে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে দুর্বিত্তরা।
তদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এর বেশি কিছু বলা যাবেনা।
নিহতের সাথে থাকা পরিচয়পত্রের সূত্রে জানা যায় যে, মোঃ আক্তারুল ইসলাম পিতা: মোজাম্মেল হক, মাতা: আক্তারা বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম: বামনকুমার, পোষ্ট : বামনকুমার, থানা: আতোয়ারী, জেলা: পঞ্চগড় বলে জানা যায়। উক্ত বিষয়ে আমিনবাজার নৌ থানায় , মামলা প্রক্রিয়াধীন আছে।
আপনার মতামত লিখুন :