স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ফাইনালে আছে শুভেচ্ছা জানালেন মুশফিক
এদিকে এশিয়া কাপ আজ ফাইনালে না থেকেও মাঠে আছে বাংলাদেশ। সাকিব বাহিনী বিদায় নিলেও ফাইনালে একজন বাংলাদেশি ঠিকই আছেন। তিনি বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। আজ বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচে আম্পায়ারিং করবেন তিনি। ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে এই আম্পায়ারকে শুভেচ্ছা জানালেন মুশফিক। মুকুলকে নিয়ে গর্বিত বাংলাদেশের সাবেক অধিনায়ক।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ উইকেটকিপার ব্যাটার লিখেছেন, ‘ফাইনালের জন্য আম্পায়ার মুকুল ভাইকে শুভেচ্ছা জানাই। শীর্ষ পর্যায়ে বাংলাদেশের আম্পায়ারদের দেখতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার। আপনাকে নিয়ে খুব গর্বিত ভাই।’এদিকে ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্ব পাওয়া নিয়ে বেশ রোমাঞ্চিত মুকুল। দায়িত্বকে চাপ নয়; চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি।মকুল বলেছিলেনন, ‘চাপে নেই, আমি উল্টো রোমাঞ্চিত। কারণ এমন একটা চ্যালেঞ্জ গ্রহণ করছি যা ভালোভাবে উতরে গেলে পরবর্তীতে আন্তর্জাতিকে বাংলাদেশের আম্পায়ারদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমাদের পথটা আরও সহজ হবে। বাংলাদেশের আম্পায়ারদের জন্য এমন সুযোগ কখনও এর আগে এসেছে কিনা আমি জানি না। এমন বড় মঞ্চের ফাইনালে ভালো করতে পারাই আপাতত আমার কাছে চ্যালেঞ্জ। দোয়া করবেন যেনো ফাইনালটাও ভালোভাবে পালন করতে পারি।’
আপনার মতামত লিখুন :