মেয়েশিশুদের জন্য ফ্রকের চল বরাবরই ছিল, এখনো আছে। উৎসব ঘিরে এবার ফ্রকে দেখা যাবে নানা রকম ডিজাইন শিশুদের ফ্যাশনেবল ফ্রকে এবার ব্যবহার করা হয়েছে ভিন্ন ভিন্ন উপকরণ শিশুদের জমকালো পোশাকের সংগ্রহে দেখা যাবে পশ্চিমা ধাঁচ উৎসবে শিশুর চলাফেরা, খেলাধুলা বেড়ে যায়। তাই শিশু যেন পোশাকের ভারে হাঁপিয়ে না ওঠে, সেদিকটায় খেয়াল রাখতে হবে। গরম বিবেচনায় সুতি ফ্রকের প্রাধান্য থাকবে।
আপনার মতামত লিখুন :