উন্নয়ন হবে সমতার ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী -হুমায়ুন কবির পাটওয়ারী


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৪, ৯:০১ অপরাহ্ন / ১০১
উন্নয়ন হবে সমতার ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী -হুমায়ুন কবির পাটওয়ারী

লক্ষ্মীপুর প্রতিনিধি : সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা জমে উঠেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি চলছে নানা হিসাব-নিকাশ। দলীয় প্রতীক না থাকায় উপজেলার গুরুত্বপূর্ণ নেতারা প্রার্থী হতে তৎপর হয়ে উঠেছেন। বিভিন্ন স্থানে সাঁটিয়েছেন পোস্টার-ফেস্টুন ও ব্যানার। করছেন গণসংযোগও। তাদের একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির পাটওয়ারী। সম্প্রতি প্রতিবেদকের সঙ্গে কথা হয় ওই প্রার্থীর।

তিনি বলেন, বিগত রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে এখানকার মানুষ আমাকে মূল্যায়িত করবে। আমাকে জয়ী করবে। আমিও সততার সঙ্গে সকল সুযোগ-সুবিধা সুষ্ঠ বন্টন করব। কোন নির্দিষ্ট এলাকা বা ইউনিয়নকে নয় উন্নয়ন হবে সমতার ভিত্তিতে। সকলকে নিয়ে শেখ হাসিনার রূপকল্প অনুযায়ী স্মার্ট সদর উপজেলা গঠন করা হবে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকবেন। বর্তমান চেয়ারম্যানও প্রার্থী হবেন। তবে, আমি কারো বিরুদ্ধে খারাপ মন্তব্য করবো না। আমি আমার অবস্থান থেকে নিজেকে যোগ্য প্রার্থী বলে মনে করছি। কারন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। সদর উপজেলা আওয়ামী লীগকে সকল পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে পরিচালনা করছি। তাইতো বিগত জাতীয় ও স্থানীয় নির্বাচনে শেখ হাসিনার প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পেরেছি। তাছাড়া দলমতের উর্ধ্বে সাধারণ মানুষের পাশে ছিলাম। আমার বিশ্বাস তারা আমাকে মূল্যায়ন করবে।
হুমায়ুন কবির পাটওয়ারী বলেন, ছোটবেলা থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এরপর নেতৃত্ব দিয়েছিলাম যুবলীগে। এখন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। তাই এখানকার এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত সবকিছুই আমার নখ দর্পণে। দলীয় কর্মী ও সাধারণ মানুষ আমাকে ভালোবাসে। তাদের ইচ্ছা ও আকাঙ্খায় আমি প্রার্থী হয়েছি। ইতোমধ্যে দলীয় ফোরামের বাইরেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রার্থী হিসাবে পরিচয় তুলে ধরেছি।
আরও বলেন, আমি সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসায় ও খেলাধুলাসহ উপজেলাবাসীর সকল সৃজনশীল এবং ভালো কাজে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। নিজ সামর্থ্য উজাড় করে দিয়েছি দলীয় কর্মীদের বাইরেও সদরের বঞ্চিত ও হতদরিদ্র মানুষের জন্য। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকলে আমার সঙ্গেই থাকবে। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে, তাহলে সততা ও নিষ্ঠার সঙ্গে আমি দায়িত্ব পালন করব। আমি সদর উপজেলাবাসীর কল্যাণে আমার সর্বস্ব বিলিয়ে দিতে চাই।
উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. হুমায়ুন কবির পাটওয়ারী ছাড়াও প্রার্থী হবেন বর্তমান চেয়ারম্যান এ.কে.এম সালাহ উদ্দিন টিপু। এছাড়া বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, আইভি কাশেম হিসাবে পরিচিত ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম,পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী,

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ