ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৪১০০


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৩, ৭:১৮ অপরাহ্ন / ১২৩
ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৪১০০

টানা ১২তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে ভারী হচ্ছে নিহতের পাল্লা। এ পর্যন্ত হামলায় নিহত হয়েছেন ৩৭০০ মানুষের বেশি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে ফিলিস্তিনের ৩ হাজার ৭৮৫ জন মানুষ নিহত হয়েছেন।

এ সময় আতহ হয়েছেন আরও অন্তত ১২ হাজার ৪৯৩ জন ফিলিস্তিনি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১ হাজার ৫২৪ জন শিশু রয়েছে। এ ছাড়া ১০০০ নারী ও ১২০ জন বৃদ্ধ নিহত হয়েছেন। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহতদের তিন ভাগের এক ভাগ শিশু। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে অন্তত ৩০৬ জন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনা নিহত হয়েছেন। এর আগে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের স্বাধীনতকামীদের সংগঠন হামাসের হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ