মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি প্রয়াত আলী যাকেরের স্মৃতি বহমান রাখতে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে এ গ্রন্থপাঠ উদ্যোগের উদ্বোধন করা হয়। এ সময় ঢাকা ও তার আশপাশের জেলার ৫০টি বেসরকারি পাঠাগারে জাফর ইকবাল রচিত ‘আমার বন্ধু রাশেদ’, আলী যাকেরের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘সেই অরুণোদয় থেকে’ এবং হাসান আজিজুল হকের রচিত ‘একাত্তর করতলে ছিন্নমাথা’ বইগুলো দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের ট্রাস্টি ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর শুধু অতীতকে নয় বর্তমানকে ধারণ করে। পাশাপাশি ভবিষ্যতে আমরা কই যাবো সেটিও নির্ধারণ করে। আমরা যাদেরকে হারিয়েছি তাদের স্মৃতিকে ধারণ করে তাদের শুরা করা কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। অসাম্প্রদায়িকতা, বাঙালি জাতীয়তাবাদ ও আমাদের সংস্কৃতি নিয়েই আমাদের এগিয়ে যেতে চাই। তারই উদ্যোগ হিসেবে এই গ্রন্থপাঠ প্রতিষ্ঠিত হয়েছে। যেটাকে এখন আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা একটা সংকটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি সত্যিই। তবে আমরা এই পাঠাগারগুলোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংস্কৃতি ধারণ করে সেই সংকট মোকাবেলায় এক সঙ্গে কাজ করে যাব। আমরা এখানেই থেমে থাকতে চাই না সকলকে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে কাজটি করতে চাই এবং শুধু ৫০টি পাঠাগার নয় পুরো দেশময় ছড়িয়ে যেতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠের সমন্বয়ক শাহ নেওয়াজ বলেন, আলী যাকের বাঙালি জাতিসত্ত্বাকে জাগানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করেছিল। আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী ৩ মাসের মধ্যে আমরা একটি জায়গায় দাঁড়াতে চাই। এটি একটি বড় উদ্যোগ। এই উদ্যোগ থেকে কিশোর, তরুণ ও যুবকদের মধ্যে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হবে। যারা বই পাঠ করে লেখা জমা দিবে তাদেরকে সনদ প্রদাণ করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, আলী যাকেরের পুত্র ইরেশ যাকেরসহ ৫০টি পাঠাগারের প্রতিনিধিবৃন্দ।
আপনার মতামত লিখুন :