আমাদের দুজনের ইচ্ছাতেই বিয়ে হয়েছিল: অপু বিশ্বাস


প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২২, ২:৫৮ অপরাহ্ন / ১২৩
আমাদের দুজনের ইচ্ছাতেই বিয়ে হয়েছিল: অপু বিশ্বাস

অপু বিশ্বাস

অপু বিশ্বাস :ছবি-সংগৃহীত

১৬ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অপু বিশ্বাস। অভিনয় করতে গিয়ে শাকিব খানের সঙ্গে প্রেম, এরপর দুজনের যখন বিয়ে হয়, তখন অপু বিশ্বাসের বয়স ২০ বছর। বিয়ের ৯ বছর পর ২০১৭ সালের এপ্রিলে শাকিব-অপুর বিয়ের খবরটি টেলিভিশন লাইভে এসে জানান অপু বিশ্বাস। সঙ্গে এ–ও জানালেন, তাঁদের ছয় মাস বয়সী একজন পুত্রসন্তান রয়েছে, যাঁর নাম আব্রাম খান জয়। বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই দুজনের সম্পর্কের অবনতি হয়। একটা সময় দুজনের সম্পর্ক গড়ায় বিচ্ছেদে। এদিকে বিচ্ছেদের পাঁচ বছরের মাথায় কলকাতায় ছবির প্রচারে গিয়ে অপু বিশ্বাস জানালেন, ওই বয়সে তাঁর বিয়ে করার সিদ্ধান্ত ভুল ছিল। একই সঙ্গে এ–ও জানালেন, বিয়ে না করলে তো আব্রামের মতো সন্তানের মা–ও হতে পারতাম না, এটাও কিন্তু ঠিক।

শাকিব খান ও অপু বিশ্বাস, সঙ্গে ছেলে আব্রাম খান জয়, ২০১৭ সালের এপ্রিলে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে

শাকিব খান ও অপু বিশ্বাস, সঙ্গে ছেলে আব্রাম খান জয়, ২০১৭ সালের এপ্রিলে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে : ছবি-সংগৃহীত

হঠাৎ কেন এ ধরনের কথা বললেন, আইনের চোখের পক্ষ থেকে জানতে চাইলে অপু বললেন, ‘এটা আমার এখনকার উপলব্ধি। থাকে না, মানুষ হিসেবে তো অনেক কিছু মনে হতেই পারে। আমার মনেও তেমনটাই হচ্ছিল, যদি আরও প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতাম, হয়তো ভালো হতো। তবে এটাও তো ঠিক, ভাগ্যে ছিল। অপু বিশ্বাসের সঙ্গে আজ বুধবার দুপুরে যখন কথা হয়, তখন তাঁর কাছে প্রশ্ন ছিল, তবে কি বিয়েটা তখন আপনার ইচ্ছায় হয়নি? উত্তরে অপু বিশ্বাস বললেন, ‘তা হবে না কেন। আমি রাজি ছিলাম বলেই তো বিয়ে হয়েছে। আমাদের দুজনের ইচ্ছাতেই বিয়ে হয়েছে। প্রেম করেছি, বিয়েও করেছি, এরপর সন্তানের মা–ও হয়েছি। এটা তো ঠিক, ওই সময় শাকিবের সঙ্গে যদি তখন বিয়ে না হতো, তাহলে কি আব্রামের মতো সন্তানের মা কি হতে পারতাম, তা তো হয়তো হতে পারতাম না।’

শাকিব খানের ২০ বছরের অভিনয়জীবনে এখন পর্যন্ত সর্বাধিক ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। ছবি-সংগৃহীত

শাকিব খানের ২০ বছরের অভিনয়জীবনে এখন পর্যন্ত সর্বাধিক ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। ছবি-সংগৃহীত

কথায় কথায় অপু বিশ্বাস জানালেন, তিনি মনে করেন, শাকিব খানের কারণে তিনি আজকের এই অবস্থানে আসতে পেরেছেন। অভিনয়জীবনের শুরু থেকে শাকিব খান তাঁকে শুধু সহশিল্পী হিসেবে নয়, অভিভাবক হিসেবেও গাইড করেছেন। অপু বললেন, ‘চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অনেকে অনেক ধরনের জটিলতার মুখোমুখি হন। বিশেষ করে নায়িকা হতে যাঁরাই আসেন, তাঁদের অনেককে আরও বেশি তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু আমাকে তা হতে হয়নি। অভিনয়জীবনের শুরুতেই সহশিল্পী হিসেবে শাকিব খানকে পেয়েছি। সে তখন ব্যস্ত নায়ক। আমাদের দারুণ একটা জুটি তৈরি হয়। শাকিব খানের কারণেই ইন্ডাস্ট্রির সবাই আমাকে অন্য রকমভাবে সম্মানের চোখে দেখেছে। তার কারণেই অনেক ছবিতে কাজ করতে পেরেছি। এসব তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। হয়তো আজ আমাদের দুজনের পথ দুই দিকে, কিন্তু সন্তানের বাবা হিসেবে তাঁর প্রতি আমার সম্মান, শ্রদ্ধা সব সময় থাকবে। এই যে আমি যেদিন কলকাতায় এসেছি, সেদিই আব্রামের বাবা নিউইয়র্ক থেকে ঢাকায় ফেরে। আব্রাম তার বাবার সঙ্গে ছিল। আব্রামের প্রতি ওর বাবার ভালোবাসা কী অপরিসীম, তা বলে শেষ করা যাবে না।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ৪:১৯ অপরাহ্ণ
  • ৬:০৬ অপরাহ্ণ
  • ৭:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ