আবার বঙ্গবন্ধু সেতুর ৯ নম্বর পিলারে ধাক্কা, ডুবল বাল্কহেড


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২২, ২:০৪ অপরাহ্ন / ৮৪
আবার বঙ্গবন্ধু সেতুর ৯ নম্বর পিলারে ধাক্কা, ডুবল বাল্কহেড

জেলা পতিনিধি :

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে বালু বোঝাই বাল্কহেডটি সেতুর নয় নম্বর পিলারে ধাক্কা খেয়ে ধীরে ধীরে তলিয়ে যায়।

তবে এতে কেউ হতাহত হয়নি। বাল্কহেডে থাকা পাঁচ শ্রমিক সাঁতরে বেলকুচির রান্ধুনীবাড়ী চরে উঠেছেন।

এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ থেকে বালু নিয়ে মানিকগঞ্জ যাওয়ার পথে একই পিলারে অপর একটি বাল্কহেড ধাক্কা খায়। এতে তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও একজন এখনো নিখোঁজ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আতাউর রহমান জানান, দুপুরে সিরাজগঞ্জ থেকে আসা একটি বাল্কহেড যমুনার প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে নয় নম্বর পিলারে ধাক্কা খায়। বেশ কিছুক্ষণ পিলারের সঙ্গে বাল্কহেডটি আটকে থাকার পর ধীরে ধীরে তলিয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ