আনন্দের হাওয়া সকল শ্রেনীর মানুষের মধ্যে (কলাপাড়া ও রাঙাবালী)১১৪ প্রতিমন্ত্রী হওয়ায়


প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৪, ৮:০৬ অপরাহ্ন / ১৩১
আনন্দের হাওয়া সকল শ্রেনীর মানুষের মধ্যে (কলাপাড়া ও রাঙাবালী)১১৪ প্রতিমন্ত্রী হওয়ায়

মোঃ ফিরোজ ফরাজী রাঙাবালী পটুয়াখালী প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ জন সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নবগঠিত এই মন্ত্রিসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী জেলার কলাপাড়া ও রাঙাবালী উপজেলার নয়নমণি মহিবুর রহমান মুহিব । বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

নতুন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মহিবুর রহমান মুহিব পটুয়াখালী ১১৪ বলেন, ‘আমি প্রথমেই কলাপাড়া ও রাঙাবালি অঞ্চলের জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি তার কাছে চির কৃতজ্ঞ। মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের ব্রত। মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো আমার সেরাটা দিতে।’বাহেরচর রাঙাবালীর ব্যবসায়ী রাফাতুল মৃধা বলেন আমরা আনন্দিত প্রতিকূলতা অতিক্রম করে নির্বাচিত হওয়ায় আরও আনন্দের বিষয় আমরা পটুয়াখালী জেলায় (কলাপাড়া ও রাঙাবালী )৪ আসনে প্রতিমন্ত্রী পেয়েছি, ধন্যবাদ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী মহোদয় কে।

উল্লেখ্য, বাংলাদেশ আ.লীগ সাবেক সংসদ সদস্য ও (কলাপাড়া রাঙাবালি) ১১৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ