
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে পড়ায় জেলার দক্ষিণাঞ্চলের সঙ্গে জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে হঠাৎ করেই সেতুর পূর্বপাড়ের সংযোগ অংশে বড় গর্তের সৃষ্টি হয়, এতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, টাঙ্গাইল-নগরবাড়ি আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। টানা বৃষ্টিপাত ও নদীর প্রবল স্রোতের কারণে সংযোগ সড়কের মাটি সরে গিয়ে ধসে পড়ে। টাঙ্গাইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, দ্রুত মেরামতকাজ শুরু করা হচ্ছে। বিকল্প রুটে যান চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, হঠাৎ এই বিচ্ছিন্নতায় ঢাকা, নাগরপুর, দেলদুয়ার, সখিপুর ও সিরাজগঞ্জমুখী যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
×
10 November 2025 19:35

Reporter Name 



















