
আওয়ামী লীগের সম্ভাব্য তফসিল ঘোষণার দেড় মাস আগেই বিএনপি গণসংযোগ ও সেবামূলক কর্মসূচিতে মনোযোগ বাড়িয়েছে। জামায়াতের একতরফা প্রচারণা ঠেকাতে এবং রাজপথে অবস্থান শক্তিশালী করতে এই উদ্যোগ। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে ধানের শীষের নির্বাচনী কর্মকাণ্ড সারাদেশে জোরদার হবে। জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা ছোট দলে ভাগ হয়ে রাজধানীতে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন এবং বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করছেন। জামায়াত তাদের মহিলা কর্মীদের মাধ্যমে কেন্দ্রভিত্তিক প্রচার শুরু করায় বিএনপিও নারী সম্পৃক্ত গণসংযোগ ও ১৪ অক্টোবর থেকে জেলাভিত্তিক সেমিনার করার উদ্যোগ নিয়েছে। পুরুষ সদস্যদের সেবামূলক কাজে যুক্ত করা হয়েছে। যেমন, উত্তরা ১৫ নম্বর সেক্টরের একটি খাল (যা নর্দমা হয়ে গিয়েছিল) মহাসচিব মির্জা ফখরুলের ডাকে স্থানীয় প্রার্থী ও সমর্থকদের মাধ্যমে পরিষ্কার ও অবৈধ দখলমুক্ত করা হয়, যা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। চাঁদাবাজি, দখলদারিত্ব ও অভ্যন্তরীণ কোন্দলে ভাবমূর্তি সংকটের পর ভোটারদের মন জয় করতে নির্বাচন শুরুর আগেই বিএনপি একগুচ্ছ সেবামূলক কর্মসূচী নেবে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, চলতি মাস থেকেই নির্বাচনমুখী কর্মকাণ্ড ও জনসংযোগ বড় পরিসরে শুরু হবে এবং প্রতিদ্বন্দ্বী পক্ষের কৌশল বিবেচনা করে পরবর্তী কর্মপদ্ধতি ঠিক করবে দল। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, যার পরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা। তফসিলের আগেই জনমত তৈরি করাই লক্ষ্য।

Reporter Name 


















