
ইসরাইলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করার জন্য তুরস্কের সহায়তায় কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ সরকার। শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে আজ (শুক্রবার) বিশেষ বিমানযোগে শহিদুল আলমকে আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হতে পারে। তবে এ বিষয়ে এখনো শতভাগ নিশ্চয়তা পাওয়া যায়নি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতেই ঢাকাকে এ তথ্য জানান। সরকারের পক্ষ থেকে জানানো হয়, শহিদুল আলমকে ইসরাইলি কর্তৃপক্ষ অবৈধভাবে আটক করার পরপরই জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে জরুরি ভিত্তিতে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়। ওইসব দেশের পররাষ্ট্র দফতরগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ করে মুক্তির উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে দূতাবাসগুলো শহিদুল আলমের অবস্থান ও মুক্তি বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে।
এর আগে গত ৮ অক্টোবর গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্স আটক করে ইসরাইলি কর্তৃপক্ষ। জাহাজটিতে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ মোট ৯৩ জন আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ছিলেন। ফ্লোটিলাটি গাজার অবরুদ্ধ জনগণের জন্য মানবিক সহায়তা ও সংহতি প্রদর্শনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। সরকার জানিয়েছে, কূটনৈতিক পর্যায়ে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তুরস্কের সহযোগিতায় দ্রুত ইতিবাচক ফল আশা করা হচ্ছে।

Reporter Name 


















