সুইডেনে কুরআন পোড়ানো সেই যুবককে গুলি করে হত্যা


প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন / ৭৬
সুইডেনে কুরআন পোড়ানো সেই যুবককে গুলি করে হত্যা

ইসলাম বিরোধী ইরাকি শরণার্থী যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পবিত্র কুরআন পোড়ানোর দায়ে সুইডেনের আদালত এই যুবকের বিরুদ্ধে রায় দেয়ার আগেই তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সুইডেন পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বুধবার গভীর রাতে ওই যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় জড়ি ৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন একজন প্রসিকিউটর। তবে তাদের মধ্যে গুল করা প্রধান ব্যক্তি ছিল কিনা তা জানা যায়নি।

সূত্রের বরাত দিয়ে পাবরিক ব্রডকাস্ট এসভিটি জানিয়েছে, ৩৮ বছর বয়সী সালওয়ান মোমিকাকে স্টোকহোমের সোদারতাজে একটি বাড়িতে তাকে গুলি করা হয়।

২০২৩ সালে মোমিকা পবিত্র কুরআন পুড়িয়ে বিশ্বব্যাপী মুসলিমদের রোষানলে পড়ে। বিশেষ করে মুসলিম দেশগুলো আনুষ্ঠানিকভাবে এগুলোর নিন্দা জানায়। এছাড়া কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটে। তা সত্ত্বেও মোমিকা ও তার কিছু সহযোগী কুরআন পোড়ানো অব্যাহত রাখে। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।