
অ্যাবডাক্টররা ‘আইনশৃঙ্খলা বাহিনী’ সেজে অপহরণ করে: ২ লাখ টাকা মুক্তিপণ দাবি কাফরুল থেকে ব্যবসায়ী অপহরণ, পুলিশের ভূমিকায় রহস্য! রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অপহরণ করার গুরুতর অভিযোগ উঠেছে। অপহৃতের পরিবারের দাবি, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা বিকাশ-এর মাধ্যমে দাবি করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উত্তর ইব্রাহীমপুর বর্ণমালা সড়কের একটি বাসা থেকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল ইসলামের বড় ভাই মো. জাহাঙ্গীর ‘কালের কণ্ঠ’কে জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হঠাৎ করেই ৭ থেকে ৮ জন লোক তাদের বাসায় প্রবেশ করে এবং সাইফুলকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যেতে শুরু করে। প্রত্যক্ষদর্শীর বয়ান: “ভাইকে বাসা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামানোর সময় তাদের পরিচয় জানতে চাই। তখন তারা বলে, ‘স্যার নিচে আছে, তার সঙ্গে কথা বলেন।’ এই বলেই তারা সাইফুলকে নিচে নিয়ে যায়। নিচে গিয়ে দেখি আগে থেকেই দুটি সিএনজি দাঁড় করানো ছিল। তারা সাইফুলকে সিএনজিতে তুলে সঙ্গে সঙ্গে দ্রুত স্থান ত্যাগ করে।” মুক্তিপণ দাবি ও পরিবারের আতঙ্ক জাহাঙ্গীর আরও জানান, অপহরণের মাত্র ২০ মিনিটের মধ্যেই একটি অচেনা নম্বর থেকে তাদের কাছে ফোন আসে। পরিচয় গোপন করে এক ব্যক্তি সাইফুলের মুক্তির জন্য ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, যা বিকাশে পাঠাতে বলা হয়। পরিবার এই ঘটনায় চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছে। তারা অবিলম্বে ভাইয়ের উদ্ধারের জন্য কাফরুল থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন। তদন্ত চলছে অপহৃতের ভাই তাৎক্ষণিকভাবে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন-এর সঙ্গে যোগাযোগ করেন। ওসি জাহাঙ্গীরকে নিশ্চিত করেন যে পুলিশের পক্ষ থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়নি। এরপর তিনি একজন দায়িত্বরত কর্মকর্তাকে ঘটনাটি দেখার নির্দেশ দেন।
কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান: “দুপুরে ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানিয়েছিল।” “বিষয়টি আমরা প্রাথমিকভাবে খোঁজ নিয়ে দেখেছি।” “পুলিশের পক্ষ থেকে এমন কাউকে গ্রেপ্তার করা হয়নি।” “ঘটনার তদন্ত চলছে।” আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে অপহরণের ঘটনা ঘটায় জনমনে প্রশ্ন উঠেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং দ্রুত অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

Reporter Name 



















