০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

    দলের পক্ষে নয়, উপদেষ্টাদের নিরপেক্ষ থাকার আহ্বান

    • Reporter Name
    • Update Time : ০৬:০০:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
    • ৪৫ Time View

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য: উপদেষ্টাগণকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে, কাপাসিয়া (গাজীপুর): বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টাগণ কোনো বিশেষ দলের পক্ষে নয়, সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন—এটাই এখন জাতির প্রত্যাশা। তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি, যেন তারা জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে।’ শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্-এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ব্রিগেডিয়ার হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশন।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ‘কিছু উপদেষ্টা বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে শোনা যাচ্ছে, এটি অনভিপ্রেত। সকলকে নিরপেক্ষ থাকতে হবে।’ বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ড. ইউনুস একজন নোবেল বিজয়ী ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের চেষ্টা করছেন।’ ভারতের সঙ্গে অসম পানি বণ্টন, সীমান্তে হত্যা ও নির্বাচনে হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা বারবার বাংলাদেশের মানুষকে বিপদের মুখে ফেলেছে, তারা যেন আর কখনো ক্ষমতায় ফিরতে না পারে।’ প্রয়াত নেতা হান্নান শাহ্-এর স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহ ছিলেন দলের দুর্দিনের অকুতোভয় সৈনিক। তিনি দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। ব্যক্তিস্বার্থকে কখনোই বড় করে দেখেননি। সর্বদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সামনে রেখে কাজ করেছেন।’

    বিএনপি মহাসচিব বলেন, ‘গত ১৭ বছরে বিএনপির প্রায় এক হাজার নেতা-কর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবুও আমরা হার মানিনি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।’ তিনি আরো বলেন, ‘বিএনপি-ই সংস্কারের ধারক ও বাহক। গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘদিন লড়াই করেছে। আজও আমরা সেই সংগ্রামে আছি।’ স্মরণসভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন। প্রধান আলোচক ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা। স্মরণসভার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘাগটিয়া গ্রামের হান্নান শাহ্’র কবর জিয়ারত করেন, পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন।

    ×
    15 November 2025 21:49


    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    দলের পক্ষে নয়, উপদেষ্টাদের নিরপেক্ষ থাকার আহ্বান

    Update Time : ০৬:০০:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য: উপদেষ্টাগণকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে, কাপাসিয়া (গাজীপুর): বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টাগণ কোনো বিশেষ দলের পক্ষে নয়, সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন—এটাই এখন জাতির প্রত্যাশা। তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি, যেন তারা জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে।’ শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্-এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ব্রিগেডিয়ার হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশন।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ‘কিছু উপদেষ্টা বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে শোনা যাচ্ছে, এটি অনভিপ্রেত। সকলকে নিরপেক্ষ থাকতে হবে।’ বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ড. ইউনুস একজন নোবেল বিজয়ী ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের চেষ্টা করছেন।’ ভারতের সঙ্গে অসম পানি বণ্টন, সীমান্তে হত্যা ও নির্বাচনে হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা বারবার বাংলাদেশের মানুষকে বিপদের মুখে ফেলেছে, তারা যেন আর কখনো ক্ষমতায় ফিরতে না পারে।’ প্রয়াত নেতা হান্নান শাহ্-এর স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহ ছিলেন দলের দুর্দিনের অকুতোভয় সৈনিক। তিনি দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। ব্যক্তিস্বার্থকে কখনোই বড় করে দেখেননি। সর্বদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সামনে রেখে কাজ করেছেন।’

    বিএনপি মহাসচিব বলেন, ‘গত ১৭ বছরে বিএনপির প্রায় এক হাজার নেতা-কর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবুও আমরা হার মানিনি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।’ তিনি আরো বলেন, ‘বিএনপি-ই সংস্কারের ধারক ও বাহক। গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘদিন লড়াই করেছে। আজও আমরা সেই সংগ্রামে আছি।’ স্মরণসভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন। প্রধান আলোচক ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা। স্মরণসভার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘাগটিয়া গ্রামের হান্নান শাহ্’র কবর জিয়ারত করেন, পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন।

    ×
    15 November 2025 21:49