০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

    কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা

    • Reporter Name
    • Update Time : ০৬:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
    • ৮৬ Time View

    ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চলমান ভ্রমণ বিঘ্নের মধ্যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় ফুটবল দলসহ আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা নিরাপদে নেপাল থেকে দেশে ফিরেছেন। জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ সি-১৩০ উড়োজাহাজে আজ বিকেলে কাঠমান্ডু ত্যাগ করে। প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমন্বয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় সময় বিকাল ২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৫ মিনিট) ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। খেলোয়াড়দের সঙ্গে কর্মকর্তারাও একই ফ্লাইটে ফিরেছেন বলে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে। অল্প সময়ে নিরাপত্তা ও ছাড়পত্রের ব্যবস্থা করায় নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানিয়েছে দূতাবাস।

    এ ছাড়া, নেপালের সিভিল এভিয়েশন অথরিটির সহযোগিতায় বিমানের একটি অতিরিক্ত ফ্লাইট আজ ঢাকায় আসে। এতে ৯ ও ১০ সেপ্টেম্বর থেকে আটকে পড়া যাত্রীরা দেশে ফেরেন। গত দুই দিনে কাঠমান্ডুর বিভিন্ন স্থান থেকে আটকে পড়া বাংলাদেশিদের খুঁজে বের করে সহায়তা দিতে দূতাবাস কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ করেছেন। দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক দিনে প্রবাসী ও আটকে পড়া নাগরিকদের কাছ থেকে ৬০০টিরও বেশি ফোনকল এসেছে। বাংলাদেশ দূতাবাস বলেছে, নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তারা পূর্ণ সহায়তা অব্যাহত রাখবে।

    ×
    15 November 2025 21:19


    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা

    Update Time : ০৬:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

    ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চলমান ভ্রমণ বিঘ্নের মধ্যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় ফুটবল দলসহ আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা নিরাপদে নেপাল থেকে দেশে ফিরেছেন। জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ সি-১৩০ উড়োজাহাজে আজ বিকেলে কাঠমান্ডু ত্যাগ করে। প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমন্বয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় সময় বিকাল ২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৫ মিনিট) ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। খেলোয়াড়দের সঙ্গে কর্মকর্তারাও একই ফ্লাইটে ফিরেছেন বলে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে। অল্প সময়ে নিরাপত্তা ও ছাড়পত্রের ব্যবস্থা করায় নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানিয়েছে দূতাবাস।

    এ ছাড়া, নেপালের সিভিল এভিয়েশন অথরিটির সহযোগিতায় বিমানের একটি অতিরিক্ত ফ্লাইট আজ ঢাকায় আসে। এতে ৯ ও ১০ সেপ্টেম্বর থেকে আটকে পড়া যাত্রীরা দেশে ফেরেন। গত দুই দিনে কাঠমান্ডুর বিভিন্ন স্থান থেকে আটকে পড়া বাংলাদেশিদের খুঁজে বের করে সহায়তা দিতে দূতাবাস কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ করেছেন। দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক দিনে প্রবাসী ও আটকে পড়া নাগরিকদের কাছ থেকে ৬০০টিরও বেশি ফোনকল এসেছে। বাংলাদেশ দূতাবাস বলেছে, নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তারা পূর্ণ সহায়তা অব্যাহত রাখবে।

    ×
    15 November 2025 21:20