
শিরোনাম: রাজউক প্লট জালিয়াতি মামলা: শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ অন্যদের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু সাক্ষ্য দিচ্ছেন দুই সিটি করপোরেশনের ৭ কর্মকর্তা; প্লট বরাদ্দে প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টির অভিযোগ ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলাগুলোতে আজ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সাত কর্মকর্তা সাক্ষ্য দিচ্ছেন। এর আগে শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ এবং আসামিদের মিথ্যা হলফনামার বিষয়ে আদালতে নিশ্চিত করেন সাক্ষীরা।
সাক্ষ্যগ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানিয়েছিলেন, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন।

Reporter Name 



















