০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

    শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

    • Reporter Name
    • Update Time : ০৩:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
    • ৪১ Time View

    জুলাই অভ্যুত্থান: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক আজ ট্রাইব্যুনাল-১ এ দ্বিতীয় দিনের শুনানি, প্রসিকিউশনের দাবি সর্বোচ্চ শাস্তি ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আজ। সোমবার (১৩ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। গতকাল এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিনের বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হয়। শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আওয়ামী লীগের ‘৭২-এর দুঃশাসনকাল তুলে ধরেন। তিনি বলেন, ‘সেখান থেকেই শুরু হয় ফ্যাসিবাদের উত্থান। বাকশাল ব্যবস্থা কায়েম করে রক্ষীবাহিনী দিয়ে ৩০ হাজার মানুষকে যে প্রক্রিয়ায় হত্যা করা হয়, একই পদ্ধতির টানা ১৭ বছর প্রয়োগ করেন হাসিনা।’ যুক্তিতর্কে আরও উঠে আসে বিচারবিভাগ ধ্বংস, পিলখানা হত্যাকান্ড ঘটিয়ে সামরিক বাহিনীর মনোবল ধ্বংস, গুম ও ক্রসফায়ারের ইতিহাসের মতো গুরুতর অভিযোগ। আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে প্রসিকিউশন। গুমের মামলায় সেনাসদস্যদের গ্রেফতারের অগ্রগতির বিষয়ে তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শুনানিতে বিচারকদের স্বেচ্ছাচারিতা বন্ধে সুনির্দিষ্ট বিধান থাকা দরকার বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল।

    মামলার অপর দুই আসামি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর আগে, গত বুধবার মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের জেরা সম্পন্ন হয়। ট্রাইব্যুনাল-২ এ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

    এদিকে, ট্রাইব্যুনাল-২ এ আজ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।

    ×
    15 November 2025 21:12


    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

    Update Time : ০৩:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

    জুলাই অভ্যুত্থান: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক আজ ট্রাইব্যুনাল-১ এ দ্বিতীয় দিনের শুনানি, প্রসিকিউশনের দাবি সর্বোচ্চ শাস্তি ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আজ। সোমবার (১৩ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। গতকাল এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিনের বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হয়। শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আওয়ামী লীগের ‘৭২-এর দুঃশাসনকাল তুলে ধরেন। তিনি বলেন, ‘সেখান থেকেই শুরু হয় ফ্যাসিবাদের উত্থান। বাকশাল ব্যবস্থা কায়েম করে রক্ষীবাহিনী দিয়ে ৩০ হাজার মানুষকে যে প্রক্রিয়ায় হত্যা করা হয়, একই পদ্ধতির টানা ১৭ বছর প্রয়োগ করেন হাসিনা।’ যুক্তিতর্কে আরও উঠে আসে বিচারবিভাগ ধ্বংস, পিলখানা হত্যাকান্ড ঘটিয়ে সামরিক বাহিনীর মনোবল ধ্বংস, গুম ও ক্রসফায়ারের ইতিহাসের মতো গুরুতর অভিযোগ। আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে প্রসিকিউশন। গুমের মামলায় সেনাসদস্যদের গ্রেফতারের অগ্রগতির বিষয়ে তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শুনানিতে বিচারকদের স্বেচ্ছাচারিতা বন্ধে সুনির্দিষ্ট বিধান থাকা দরকার বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল।

    মামলার অপর দুই আসামি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর আগে, গত বুধবার মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের জেরা সম্পন্ন হয়। ট্রাইব্যুনাল-২ এ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

    এদিকে, ট্রাইব্যুনাল-২ এ আজ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।

    ×
    15 November 2025 21:12