০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

    খলনায়ক ডন: আত্মসমর্পণের ঘোষণা ছাপিয়ে ভাইরাল আইয়ুব বাচ্চুর গান

    • Reporter Name
    • Update Time : ০২:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
    • ২৭ Time View

    সালমান শাহ হত্যা মামলার আসামিকে নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছেন। অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির মধ্যে অন্যতম এই অভিনেতাকে নিয়ে একদিকে যেমন চলছে দ্রুত গ্রেপ্তারের দাবি, অন্যদিকে ভাইরাল হয়েছে তার গাওয়া ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এখন অনেক রাত’।

    পালানোর গুঞ্জন উড়িয়ে ডনের আত্মসমর্পণের ঘোষণা সাম্প্রতিক সময়ে সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন মোড় আসায় এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়ার গুঞ্জনের মধ্যে ডনকে ঘিরে দেশ ছেড়ে পালানোর গুজব ছড়ায়। তবে সেই গুজব উড়িয়ে দিয়েছেন অভিনেতা নিজেই। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ডন স্পষ্ট জানিয়েছেন, পালানোর প্রশ্নই আসে না, বরং প্রয়োজনে তিনি আইনের কাছে আত্মসমর্পণ করবেন। উল্লেখ্য, একটি সূত্র জানিয়েছে, মামলার তদন্তে নতুন তথ্য মিলেছে এবং ইমিগ্রেশন পুলিশকেও আসামিদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    গান গেয়ে ভাইরাল, প্রশংসা ও সমালোচনার ঝড় ডনের আত্মসমর্পণের ঘোষণার চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে তার গাওয়া একটি গান। সম্প্রতি ঘরোয়া পরিবেশে মাইক্রোফোন হাতে তার গাওয়া আইয়ুব বাচ্চুর ‘এখন অনেক রাত’ গানটির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। লক্ষাধিক ভিউ: মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গানটি কয়েক লাখ ভিউ ছাড়িয়ে যায়। প্রশংসা: অনেকেই তার কণ্ঠে “দারুণ মাধুর্য” আছে বলে মন্তব্য করেছেন এবং গানটি শুনে “পুরোনো দিন মনে পড়ে গেল” বলে স্মৃতিচারণ করেছেন। তীব্র সমালোচনা: প্রশংসার পাশাপাশি এসেছে তীব্র সমালোচনাও। মন্তব্যের ঘরে অনেকে তাকে সরাসরি ‘সালমান শাহের খুনি’ আখ্যা দিয়ে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, “গান গাইছেন ভালো, তবে এবার কারাগারে বসে গাওয়ার প্রস্তুতি নিন।”

    মামলার নতুন মোড় ও তদন্তের গতি তদন্ত সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন কিছু তথ্য মিলেছে। সেসব যাচাই-বাছাই করা হচ্ছে।” মামলার ১১ আসামির মধ্যে ডনও রয়েছেন। ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর রহস্যজনকভাবে মারা যান ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ। দীর্ঘ প্রায় তিন দশক পেরোলেও তার মৃত্যু আত্মহত্যা না হত্যা—সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি।

    ×
    10 November 2025 18:46


    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    খলনায়ক ডন: আত্মসমর্পণের ঘোষণা ছাপিয়ে ভাইরাল আইয়ুব বাচ্চুর গান

    Update Time : ০২:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

    সালমান শাহ হত্যা মামলার আসামিকে নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছেন। অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির মধ্যে অন্যতম এই অভিনেতাকে নিয়ে একদিকে যেমন চলছে দ্রুত গ্রেপ্তারের দাবি, অন্যদিকে ভাইরাল হয়েছে তার গাওয়া ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এখন অনেক রাত’।

    পালানোর গুঞ্জন উড়িয়ে ডনের আত্মসমর্পণের ঘোষণা সাম্প্রতিক সময়ে সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন মোড় আসায় এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়ার গুঞ্জনের মধ্যে ডনকে ঘিরে দেশ ছেড়ে পালানোর গুজব ছড়ায়। তবে সেই গুজব উড়িয়ে দিয়েছেন অভিনেতা নিজেই। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ডন স্পষ্ট জানিয়েছেন, পালানোর প্রশ্নই আসে না, বরং প্রয়োজনে তিনি আইনের কাছে আত্মসমর্পণ করবেন। উল্লেখ্য, একটি সূত্র জানিয়েছে, মামলার তদন্তে নতুন তথ্য মিলেছে এবং ইমিগ্রেশন পুলিশকেও আসামিদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    গান গেয়ে ভাইরাল, প্রশংসা ও সমালোচনার ঝড় ডনের আত্মসমর্পণের ঘোষণার চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে তার গাওয়া একটি গান। সম্প্রতি ঘরোয়া পরিবেশে মাইক্রোফোন হাতে তার গাওয়া আইয়ুব বাচ্চুর ‘এখন অনেক রাত’ গানটির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। লক্ষাধিক ভিউ: মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গানটি কয়েক লাখ ভিউ ছাড়িয়ে যায়। প্রশংসা: অনেকেই তার কণ্ঠে “দারুণ মাধুর্য” আছে বলে মন্তব্য করেছেন এবং গানটি শুনে “পুরোনো দিন মনে পড়ে গেল” বলে স্মৃতিচারণ করেছেন। তীব্র সমালোচনা: প্রশংসার পাশাপাশি এসেছে তীব্র সমালোচনাও। মন্তব্যের ঘরে অনেকে তাকে সরাসরি ‘সালমান শাহের খুনি’ আখ্যা দিয়ে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, “গান গাইছেন ভালো, তবে এবার কারাগারে বসে গাওয়ার প্রস্তুতি নিন।”

    মামলার নতুন মোড় ও তদন্তের গতি তদন্ত সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন কিছু তথ্য মিলেছে। সেসব যাচাই-বাছাই করা হচ্ছে।” মামলার ১১ আসামির মধ্যে ডনও রয়েছেন। ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর রহস্যজনকভাবে মারা যান ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ। দীর্ঘ প্রায় তিন দশক পেরোলেও তার মৃত্যু আত্মহত্যা না হত্যা—সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি।

    ×
    10 November 2025 18:47