
কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার: স্বামী নিখোঁজ ঢাকা, ১৪ অক্টোবর ২০২৫ – রাজধানীর কলাবাগান থানা এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর সন্তানদের অভিযোগের ভিত্তিতে গত সোমবার (১৩ অক্টোবর) রাতে কলাবাগানের ফার্স্ট লেনের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই নিহত নারীর স্বামী নজরুল ইসলাম নিখোঁজ রয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখা হয়েছিল। নিখোঁজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী তার স্বামী নজরুল ইসলাম ও তিন মেয়েকে নিয়ে ফার্স্ট লেনের লন্ডন কলেজের পাশের একটি ভবনে ভাড়া থাকতেন। পরিদর্শক রফিকুল ইসলামের ধারণা, “নিহত নারীকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, রোববার দিবাগত রাত ১১টা থেকে (সোমবার) সকাল ৭টার মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে।” মেয়েদের সন্দেহ ও মরদেহ উদ্ধার নিহতের বড় মেয়ের বরাত দিয়ে পরিদর্শক রফিকুল জানান, নজরুল ইসলাম সোমবার ভোরে মেয়েদের ঘুম থেকে তুলে বাসা থেকে বের হয়ে যান। এসময় মেয়েরা তাদের মায়ের কথা জানতে চাইলে নজরুল ইসলাম বলেন যে, তাদের মা ‘অন্য লোকের সঙ্গে চলে গেছে’। এরপর তিনি মেয়েদেরকে তাদের নানার বাড়ি আদাবরে নিয়ে আসেন।
পরে মেয়েদের সন্দেহ হলে তারা নানা বাড়ির স্বজনদের কাছে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে কলাবাগান থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঐ বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তল্লাশির এক পর্যায়ে ডিপ ফ্রিজ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পুলিশ বর্তমানে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ এবং পলাতক স্বামীকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
(সূত্র: কলাবাগান থানা পুলিশ)

Reporter Name 



















