
ভারতে শেখ হাসিনার ‘জামাই আদর’ বন্ধ, দাবি মোস্তফা ফিরোজের। সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, ‘ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে।’ তাকে বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো মন্তব্য না করতে। তিনি যদি বক্তব্য দিতে থাকেন, তাহলে দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলেও দাবি করেন তিনি। বুধবার (৮ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’–তে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব মন্তব্য করেন মোস্তফা ফিরোজ। তিনি বলেন, ‘ভারত সরকার এখন বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে চিন্তা করছে। তারা নিশ্চিতভাবে জানে, আগামী সরকার বিএনপি বা জামায়াত নেতৃত্বাধীন হবে। তাই নতুন সরকার যেই আসুক, তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে ভারত।’ মোস্তফা ফিরোজের দাবি, শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও বাংলাদেশ বা বাংলাদেশের সরকার নিয়ে কোনো ‘উসকানিমূলক’ মন্তব্য করার অনুমতি পাচ্ছেন না। তবে দলের (আওয়ামী লীগ) নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে তার কোনো বাধা নেই। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ শ্রী রাধা দত্তের উদ্ধৃতি দিয়ে মোস্তফা ফিরোজ আরও বলেন, ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করছে। আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে তারা নতুন দৃষ্টিভঙ্গিতে সম্পর্ক মূল্যায়ন করতে চাইছে। তার ভাষায়, ‘বাংলাদেশ সম্পর্কে দিল্লি থেকে কোনো মন্তব্য করা যাবে না। শেখ হাসিনা যদি ভারতের মাটিতে থেকে বাংলাদেশবিষয়ক কথা বলতে থাকেন, তাহলে দুই দেশের সম্পর্ক আর উন্নত থাকবে না।’

Reporter Name 



















