০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

    বরগুনায় দশম শ্রেণীর ছাত্রী নিয়ে উধাও প্রাইভেট শিক্ষক

    • Reporter Name
    • Update Time : ০১:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
    • ৭৯ Time View

    বরগুনা: আমতলীতে প্রাইভেট শিক্ষক ও দুই সন্তানের জনক নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন। গত ৫ দিন ধরে তারা উধাও হলেও উদ্ধার হয়নি ঐ ছাত্রী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়াজ মোর্শেদ নাদিম আমতলী পৌরসভার প্রাণী সম্পদ অফিস পাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে। নাদিমের আট বছরের এক ছেলে ও চার বছরের এক কন্যা সন্তান রয়েছে। অভিযোগ উঠেছে, গত ১৭ সেপ্টেম্বর বুধবার  আমতলী এম ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ১৫ বছর বয়সী এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন নাদিম। ওই ছাত্রী নাদিমের বাসায় আইসিটি বিষয়ে প্রাইভেট পড়তেন। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ১৭ সেপ্টেম্বর নাদিম ওই ছাত্রীকে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। ছাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, মান-সম্মানের ভয়ে তারা থানায় অভিযোগ করতে রাজি নন। অন্যদিকে নাদিমের স্ত্রী অভিযোগ করেন, স্বামীকে ওই ছাত্রী থেকে ফেরানোর চেষ্টা করলে একাধিকবার তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। নাদিম তাকে তালাক দেওয়ার হুমকি দিতেন বলেও অভিযোগ করেন তিনি।

    ঘটনার পর থেকে নিয়াজ মোর্শেদ নাদিমের ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭১৭৬৫৪৭৪৪) বন্ধ রয়েছে। এ বিষয়ে নাদিমের বাবা-মা দাবি করেছেন, তাদের ছেলে চাকরির খোঁজে ঢাকায় গেছেন। আমতলী থানার ইন্সপেক্টর তদন্ত সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ×
    15 November 2025 21:13


    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    বরগুনায় দশম শ্রেণীর ছাত্রী নিয়ে উধাও প্রাইভেট শিক্ষক

    Update Time : ০১:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

    বরগুনা: আমতলীতে প্রাইভেট শিক্ষক ও দুই সন্তানের জনক নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন। গত ৫ দিন ধরে তারা উধাও হলেও উদ্ধার হয়নি ঐ ছাত্রী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়াজ মোর্শেদ নাদিম আমতলী পৌরসভার প্রাণী সম্পদ অফিস পাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে। নাদিমের আট বছরের এক ছেলে ও চার বছরের এক কন্যা সন্তান রয়েছে। অভিযোগ উঠেছে, গত ১৭ সেপ্টেম্বর বুধবার  আমতলী এম ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ১৫ বছর বয়সী এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন নাদিম। ওই ছাত্রী নাদিমের বাসায় আইসিটি বিষয়ে প্রাইভেট পড়তেন। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ১৭ সেপ্টেম্বর নাদিম ওই ছাত্রীকে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। ছাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, মান-সম্মানের ভয়ে তারা থানায় অভিযোগ করতে রাজি নন। অন্যদিকে নাদিমের স্ত্রী অভিযোগ করেন, স্বামীকে ওই ছাত্রী থেকে ফেরানোর চেষ্টা করলে একাধিকবার তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। নাদিম তাকে তালাক দেওয়ার হুমকি দিতেন বলেও অভিযোগ করেন তিনি।

    ঘটনার পর থেকে নিয়াজ মোর্শেদ নাদিমের ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭১৭৬৫৪৭৪৪) বন্ধ রয়েছে। এ বিষয়ে নাদিমের বাবা-মা দাবি করেছেন, তাদের ছেলে চাকরির খোঁজে ঢাকায় গেছেন। আমতলী থানার ইন্সপেক্টর তদন্ত সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ×
    15 November 2025 21:13