০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

    রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর

    • Reporter Name
    • Update Time : ০১:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
    • ৫৯ Time View

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে এ ভাঙচুর চালানো হয়েছে বলে জানান তারা। রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে চলমান অবস্থান কর্মসূচির একপর্যায়ে এই ভাঙচুর করেন তারা। এতে রাকসুর মনোনয়নপত্র বিতরণ বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা ৩০ মিনিটে) রাকসু কার্যালয়ে ছাত্রদলের দেওয়া তালা ভেঙে ফেলেছে সাধারণ শিক্ষার্থীরা। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, আজ রবিবার সকাল ৯টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে ছাত্রদল। আজ সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। সোয়া ১০টার দিকে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে কিছু নেতা-কর্মী কোষাধ্যক্ষের কার্যালয়ের ভেতরে ঢুকে মনোনয়ন বিতরণ কার্যক্রম বন্ধ করে দিয়ে বারান্দায় থাকা একটি প্লাস্টিকের চেয়ার ভেঙে ফেলে এবং একটি টেবিল উল্টে দেয়। এরপর ফটকে তালা মেরে দেয় তারা।

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয় অবরোধ করে সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষোভ করছিল শাখা ছাত্রদল। চলমান কর্মসূচির একপর্যায়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘‘এই প্রশাসন প্রথম থেকেই আমাদের দাবি মেনে নিতে অপারগতা জানিয়েছে। আমরা শুরু থেকেই দাবি জানিয়েছি, প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটাধিকার দিতে হবে। কিন্তু প্রশাসন আমাদের দাবি মেনে নেয়নি। আমরা কোনো ভাঙচুর করিনি। টেবিলটা শুধু সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।’’ ছাত্রদলের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ও রাবি শাখার সদস্য অধ্যাপক এ. নাঈম ফারুকি, সহ-প্রচার সম্পাদক অধ্যাপক আতাউর রহমান, রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবু, সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান মিজান ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিমসহ অন্য নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    এ বিষয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, ‘‘যখন রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, তখন বর্তমানে প্রথম বর্ষে থাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। এখন আর তাদের ভোটার করার সুযোগ নাই। তারা আগামী নির্বাচনে ভোটাধিকার পাবেন।”

    ×
    15 November 2025 21:01


    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর

    Update Time : ০১:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে এ ভাঙচুর চালানো হয়েছে বলে জানান তারা। রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে চলমান অবস্থান কর্মসূচির একপর্যায়ে এই ভাঙচুর করেন তারা। এতে রাকসুর মনোনয়নপত্র বিতরণ বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা ৩০ মিনিটে) রাকসু কার্যালয়ে ছাত্রদলের দেওয়া তালা ভেঙে ফেলেছে সাধারণ শিক্ষার্থীরা। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, আজ রবিবার সকাল ৯টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে ছাত্রদল। আজ সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। সোয়া ১০টার দিকে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে কিছু নেতা-কর্মী কোষাধ্যক্ষের কার্যালয়ের ভেতরে ঢুকে মনোনয়ন বিতরণ কার্যক্রম বন্ধ করে দিয়ে বারান্দায় থাকা একটি প্লাস্টিকের চেয়ার ভেঙে ফেলে এবং একটি টেবিল উল্টে দেয়। এরপর ফটকে তালা মেরে দেয় তারা।

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয় অবরোধ করে সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষোভ করছিল শাখা ছাত্রদল। চলমান কর্মসূচির একপর্যায়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘‘এই প্রশাসন প্রথম থেকেই আমাদের দাবি মেনে নিতে অপারগতা জানিয়েছে। আমরা শুরু থেকেই দাবি জানিয়েছি, প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটাধিকার দিতে হবে। কিন্তু প্রশাসন আমাদের দাবি মেনে নেয়নি। আমরা কোনো ভাঙচুর করিনি। টেবিলটা শুধু সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।’’ ছাত্রদলের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ও রাবি শাখার সদস্য অধ্যাপক এ. নাঈম ফারুকি, সহ-প্রচার সম্পাদক অধ্যাপক আতাউর রহমান, রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবু, সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান মিজান ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিমসহ অন্য নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    এ বিষয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, ‘‘যখন রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, তখন বর্তমানে প্রথম বর্ষে থাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। এখন আর তাদের ভোটার করার সুযোগ নাই। তারা আগামী নির্বাচনে ভোটাধিকার পাবেন।”

    ×
    15 November 2025 21:01