
এশিয়া কাপে ভারতকে হারাতে পারলেই ফাইনালে মোটামুটি নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। বোলিং-ফিল্ডিং দুর্দান্ত হলেও ব্যাটিংয়ে খেই হারাল টাইগাররা।রান তাড়ায় ৪ রানে তানজিদ হাসানকে হারালেও বাংলাদেশের পাওয়ার প্লে খারাপ যায়নি। প্রথম ৬ ওভারে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৪৪। এরপর ভারতের তিন স্পিনার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল আর বরুণ চক্রবর্তীরা আক্রমণে এলে বাংলাদেশের রানের গতি কমে আসে। একপ্রান্ত থেকে সাইফ হাসান রান করে গেলেও অপর প্রান্তে লাগাতার উইকেট–পতনে বাংলাদেশ স্বস্তিতে ছিল না। ৪০ রানে প্রথমবার জীবন পাওয়া সাইফ আউট হওয়ার আগে ক্যাচ দিয়ে বেঁচেছেন আরও তিনবার। ১৮তম ওভারে বুমরার বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে সাইফ করেছেন ৫১ বলে ৬৯ রান, যে ইনিংসে ছিল ৫টি ছক্কা।
সাইফের আউটের সময় অবশ্য রান রেট এমন পর্যায়ে ছিল যে, বাংলাদেশের হারই অবশ্যম্ভাবী। শেষ পর্যন্ত বাংলাদেশকে ১২৭ রানে অলআউট করে ভারত জিতেছে ৪১ রানে। সুপার ফোরে টানা দুই জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল। বাংলাদেশের সম্ভাবনা অবশ্য এখনো মিলিয়ে যায়নি। আগামীকাল দুবাইয়ের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে জয়ী দলও উঠবে ফাইনালে।
যার অর্থ, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে।

Reporter Name 


















