১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

    সিপিএলের প্লে অফে তাণ্ডব চালালেন সাকিব

    • Reporter Name
    • Update Time : ১১:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
    • ৪৭ Time View

    সিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসান ফিরলেন চেনা রূপে। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব বইয়ে দিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপর। তার ঝড়ো ইনিংসের সুবাদে সিপিএলের এলিমিনেটরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস পেয়ে গেছে ১৬৬ রানের পুঁজি। সাকিব ব্যাট হাতে নেমেছেন অনেক পরে। ৬ নম্বরে নেমে তিনি অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ১৮তম ওভারের দ্বিতীয় বলে তিনি উইকেটে আসেন। তবে এরপর তিনি ওপাশে স্রেফ সঙ্গীদের আসা যাওয়ার মিছিলই দেখেছেন। তবে সাকিব নিজে ছিলেন রূদ্ররূপে। শুরুতেই চড়াও হন সুনীল নারাইনের ওপর। তার ৫ বল থেকে সাকিব তুলে নেন ১৮ রান, ৩টি চার, আর একটি ছক্কা হাঁকান তিনি। তিনি এরপরও তাণ্ডব চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। ৯ বলে ২৬ রান করে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন তিনি।

    তার আগে ফ্যালকনসের ইনিংস টেনেছেন আমির জাঙ্গু ও আন্দ্রিস গুস। দুজনই ফিফটি করেছেন। আমির ৪৯ বলে করেছেন ৫৫, আর গুস ৪৫ বল খেলে করেছেন ৬১ রান। দ্বিতীয় উইকেটে দুজন মিলে তুলেছেন ১০৮ রান।তাদের এই জুটির সঙ্গে শেষ দিকে সাকিবের এমন ঝড়ের পরও দলের রান ১৬৬ এর বেশি হয়নি, কারণ বাকি সবাই ব্যর্থ হয়েছেন নিদারুণভাবে। ফাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম, উসামা মিরসহ বাকি সবাই আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। তাই সাকিব ঝড়ের পরও অ্যান্টিগাকে থামতে হয়েছে গড়পড়তা পুঁজি নিয়ে।

    ×
    15 November 2025 22:06


    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    Nazrin Sultana

    জনপ্রিয় পোস্ট

    সিপিএলের প্লে অফে তাণ্ডব চালালেন সাকিব

    Update Time : ১১:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

    সিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসান ফিরলেন চেনা রূপে। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব বইয়ে দিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপর। তার ঝড়ো ইনিংসের সুবাদে সিপিএলের এলিমিনেটরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস পেয়ে গেছে ১৬৬ রানের পুঁজি। সাকিব ব্যাট হাতে নেমেছেন অনেক পরে। ৬ নম্বরে নেমে তিনি অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ১৮তম ওভারের দ্বিতীয় বলে তিনি উইকেটে আসেন। তবে এরপর তিনি ওপাশে স্রেফ সঙ্গীদের আসা যাওয়ার মিছিলই দেখেছেন। তবে সাকিব নিজে ছিলেন রূদ্ররূপে। শুরুতেই চড়াও হন সুনীল নারাইনের ওপর। তার ৫ বল থেকে সাকিব তুলে নেন ১৮ রান, ৩টি চার, আর একটি ছক্কা হাঁকান তিনি। তিনি এরপরও তাণ্ডব চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। ৯ বলে ২৬ রান করে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন তিনি।

    তার আগে ফ্যালকনসের ইনিংস টেনেছেন আমির জাঙ্গু ও আন্দ্রিস গুস। দুজনই ফিফটি করেছেন। আমির ৪৯ বলে করেছেন ৫৫, আর গুস ৪৫ বল খেলে করেছেন ৬১ রান। দ্বিতীয় উইকেটে দুজন মিলে তুলেছেন ১০৮ রান।তাদের এই জুটির সঙ্গে শেষ দিকে সাকিবের এমন ঝড়ের পরও দলের রান ১৬৬ এর বেশি হয়নি, কারণ বাকি সবাই ব্যর্থ হয়েছেন নিদারুণভাবে। ফাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম, উসামা মিরসহ বাকি সবাই আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। তাই সাকিব ঝড়ের পরও অ্যান্টিগাকে থামতে হয়েছে গড়পড়তা পুঁজি নিয়ে।

    ×
    15 November 2025 22:06