০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

    রাজধানীতে জামায়াতের মোটর শোভাযাত্রা ও ম্যারাথন কর্মসূচি

    • Reporter Name
    • Update Time : ১০:০০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
    • ৫০ Time View

    ঢাকা, [আজকের তারিখ, যেমন: ১ নভেম্বর, ২০২৫] – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথমবারের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও ম্যারাথন কর্মসূচির আয়োজন করেছে। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দলটির ঢাকা মহানগরের একাধিক আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের পক্ষে কর্মী-সমর্থকদের বিপুল অংশগ্রহণ দেখা গেছে।ঢাকা-১৩ আসনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোবারক হোসাইনের নেতৃত্বে শুক্রবার সকালে আগারগাঁও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চত্বর থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শ্যামলী, রিং রোড, ঢাকা উদ্যান বেড়িবাঁধ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ধানমন্ডি ২৭ ও আসাদগেট প্রদক্ষিণ করে টাউনহলে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। দুপুর ১২টা পর্যন্ত চলা এই শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান অংশ নেয়। রাস্তার মোড়ে মোড়ে উৎসবমুখর পরিবেশে উৎসুক জনতা হাত নেড়ে ও স্লোগান দিয়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। ঢাকা-১৩ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মী-সমর্থক ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকায় এক অভূতপূর্ব উদ্দীপনা সৃষ্টি হয়। প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জামায়াতের প্রার্থীদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আব্দুল আওয়াল আজম। শোভাযাত্রা শেষে মোবারক হোসাইন সংক্ষিপ্ত ভাষণে বলেন, “দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। আমরা গণভোটের মাধ্যমে সেই পরিবর্তনের সূচনা করতে চাই। জনগণের রায়ই হবে দেশের ভাগ্য নির্ধারণের একমাত্র ভিত্তি।” সমাবেশে উপস্থিত জনতা গণভোটের পক্ষে সমর্থন জানিয়ে স্লোগান দেন এবং তরুণ কর্মীরা জানান, ‘জুলাই সনদ’ বাস্তবায়িত হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। ঢাকা-১১ আসনেও মোটর শোভাযাত্রা

    এদিকে, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বেও একটি মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে মালিবাগ রেলগেট হয়ে পুনরায় কুড়িল বিশ্বরোডে এসে সমাপ্ত হয়। এতে পরিচালক মাওলানা মোঃ মহিব্বুল্লাহ, সদস্য সচিব মাওলানা মোঃ কুতুব উদ্দিন এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুস সবুর ফরহাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। ড. আব্দুল মান্নানের নেতৃত্বে ‘রান উইথ ড. আব্দুল মান্নান’ ম্যারাথন অন্যদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনে মনোনীত প্রার্থী) ড. আব্দুল মান্নানের নেতৃত্বে পুরান ঢাকাকে আধুনিক নগরীতে রূপান্তরের প্রত্যয়ে একটি প্রীতিমূলক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ইত্তেফাক মোড় থেকে সদরঘাট পর্যন্ত এই “রান উইথ ড. আব্দুল মান্নান” ম্যারাথনে স্থানীয় সহস্রাধিক লোক অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে “আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা” লেখা ব্যানার ও পোস্টার দেখা যায়। তরুণ-যুবক, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।

    উদ্বোধনী বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন, “পুরান ঢাকা আমাদের ঐতিহ্য, কিন্তু আধুনিকতার স্পর্শ থেকে বঞ্চিত। আমরা চাই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক পুরান ঢাকা—যেখানে নাগরিক সুযোগ-সুবিধা ও ঐতিহ্য দুটিই থাকবে সমান গুরুত্বে।” তিনি ম্যারাথনের লক্ষ্য হিসেবে নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি, চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন এবং সবাইকে নিয়ে পুরান ঢাকাকে উন্নত ও আধুনিক নগরীতে রূপান্তরের আহ্বান জানান। ম্যারাথন শেষে সদরঘাট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আধুনিক পুরান ঢাকা গঠনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    ×
    15 November 2025 21:42


    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    রাজধানীতে জামায়াতের মোটর শোভাযাত্রা ও ম্যারাথন কর্মসূচি

    Update Time : ১০:০০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

    ঢাকা, [আজকের তারিখ, যেমন: ১ নভেম্বর, ২০২৫] – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথমবারের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও ম্যারাথন কর্মসূচির আয়োজন করেছে। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দলটির ঢাকা মহানগরের একাধিক আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের পক্ষে কর্মী-সমর্থকদের বিপুল অংশগ্রহণ দেখা গেছে।ঢাকা-১৩ আসনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোবারক হোসাইনের নেতৃত্বে শুক্রবার সকালে আগারগাঁও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চত্বর থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শ্যামলী, রিং রোড, ঢাকা উদ্যান বেড়িবাঁধ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ধানমন্ডি ২৭ ও আসাদগেট প্রদক্ষিণ করে টাউনহলে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। দুপুর ১২টা পর্যন্ত চলা এই শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান অংশ নেয়। রাস্তার মোড়ে মোড়ে উৎসবমুখর পরিবেশে উৎসুক জনতা হাত নেড়ে ও স্লোগান দিয়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। ঢাকা-১৩ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মী-সমর্থক ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকায় এক অভূতপূর্ব উদ্দীপনা সৃষ্টি হয়। প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জামায়াতের প্রার্থীদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আব্দুল আওয়াল আজম। শোভাযাত্রা শেষে মোবারক হোসাইন সংক্ষিপ্ত ভাষণে বলেন, “দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। আমরা গণভোটের মাধ্যমে সেই পরিবর্তনের সূচনা করতে চাই। জনগণের রায়ই হবে দেশের ভাগ্য নির্ধারণের একমাত্র ভিত্তি।” সমাবেশে উপস্থিত জনতা গণভোটের পক্ষে সমর্থন জানিয়ে স্লোগান দেন এবং তরুণ কর্মীরা জানান, ‘জুলাই সনদ’ বাস্তবায়িত হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। ঢাকা-১১ আসনেও মোটর শোভাযাত্রা

    এদিকে, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বেও একটি মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে মালিবাগ রেলগেট হয়ে পুনরায় কুড়িল বিশ্বরোডে এসে সমাপ্ত হয়। এতে পরিচালক মাওলানা মোঃ মহিব্বুল্লাহ, সদস্য সচিব মাওলানা মোঃ কুতুব উদ্দিন এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুস সবুর ফরহাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। ড. আব্দুল মান্নানের নেতৃত্বে ‘রান উইথ ড. আব্দুল মান্নান’ ম্যারাথন অন্যদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনে মনোনীত প্রার্থী) ড. আব্দুল মান্নানের নেতৃত্বে পুরান ঢাকাকে আধুনিক নগরীতে রূপান্তরের প্রত্যয়ে একটি প্রীতিমূলক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ইত্তেফাক মোড় থেকে সদরঘাট পর্যন্ত এই “রান উইথ ড. আব্দুল মান্নান” ম্যারাথনে স্থানীয় সহস্রাধিক লোক অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে “আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা” লেখা ব্যানার ও পোস্টার দেখা যায়। তরুণ-যুবক, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।

    উদ্বোধনী বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন, “পুরান ঢাকা আমাদের ঐতিহ্য, কিন্তু আধুনিকতার স্পর্শ থেকে বঞ্চিত। আমরা চাই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক পুরান ঢাকা—যেখানে নাগরিক সুযোগ-সুবিধা ও ঐতিহ্য দুটিই থাকবে সমান গুরুত্বে।” তিনি ম্যারাথনের লক্ষ্য হিসেবে নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি, চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন এবং সবাইকে নিয়ে পুরান ঢাকাকে উন্নত ও আধুনিক নগরীতে রূপান্তরের আহ্বান জানান। ম্যারাথন শেষে সদরঘাট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আধুনিক পুরান ঢাকা গঠনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    ×
    15 November 2025 21:43