০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

    জুলাই সহিংসতা: ঢাবিতে আরো ৩৮৫ জনের সংশ্লিষ্টতা

    • Reporter Name
    • Update Time : ০৯:০০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
    • ২২ Time View

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে নতুন করে আরও ৩৮৫ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই ঘটনায় ১২৮জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। প্রশাসন জানায়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে ঘটে যাওয়া বেআইনি ও সহিংস কর্মকাণ্ডের ঘটনায় দায়ীদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করে। উক্ত কমিটি প্রথম প্রতিবেদনে ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে এবং গত ১৭ মার্চ ২০২৫ তারিখে সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনার পর তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

    এরপর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত পাঁচ সদস্যের নতুন তদন্ত কমিটি পুনরায় যাচাই-বাছাই করে দ্বিতীয় দফা সভায় ১২৮ জনের পাশাপাশি আরও ৩৮৫ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতার প্রমাণ পায়। এ ঘটনায় অভিযুক্তদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রক্টর অফিসে লিখিত জবাব জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একতরফা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ×
    10 November 2025 20:47


    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    জুলাই সহিংসতা: ঢাবিতে আরো ৩৮৫ জনের সংশ্লিষ্টতা

    Update Time : ০৯:০০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে নতুন করে আরও ৩৮৫ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই ঘটনায় ১২৮জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। প্রশাসন জানায়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে ঘটে যাওয়া বেআইনি ও সহিংস কর্মকাণ্ডের ঘটনায় দায়ীদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করে। উক্ত কমিটি প্রথম প্রতিবেদনে ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে এবং গত ১৭ মার্চ ২০২৫ তারিখে সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনার পর তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

    এরপর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত পাঁচ সদস্যের নতুন তদন্ত কমিটি পুনরায় যাচাই-বাছাই করে দ্বিতীয় দফা সভায় ১২৮ জনের পাশাপাশি আরও ৩৮৫ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতার প্রমাণ পায়। এ ঘটনায় অভিযুক্তদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রক্টর অফিসে লিখিত জবাব জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একতরফা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ×
    10 November 2025 20:47