নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া, প্রিতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউকে কাজল মিয়া নামক এক মাদক ব্যবসায়ী ও সেবনকারীর ধারালো দায়ের কুপে সাইফুল ইসলাম নামের এক ওয়ার্সপ মালিক গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে খবর পাওয়া গেছে।
ওই ঘটনায় ও সাইফুলের ভাই মোঃ মাইনুল ইসলাম বাদী হয়ে ফান্দাউক গ্রামের মাদক ব্যবসায়ী ও সেবনকারী ফান্দাউকের বিশিষ্ট সুদখোর আজগর মিয়ার ছেলে মোঃ কাজল মিয়া (৩৫), তার ভাই শুভ মিয়া (২০) ছালেক মিয়ার ছেলে নাজিম মিয়া (২৫) ও তার ভাই ফয়সাল মিয়া ( ২২) এর নামে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
জানা গেছে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ ফান্দাউক বাজার রাস্তার উপরে একটি দোকান ঘর নিয়ে আল মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ খোলে অত্যান্ত সুনামের সাথে ব্যবসা পরিচাল না করে আসছে।
অভিযোগ সুত্রে জানা গেছে সম্প্রতি নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফান্দাউকে সরকারী খাসজায়গা উদ্বারে অভিযান পরিচালনা করার সময় কাজল মিয়ার বাড়ির টিনের বাউন্ডারী ভেঙ্গে তার দখল থেকে সরকারী জায়গা উদ্বার করে।সরকারী জায়গা উদ্বারের সময় সাইফুল ইসলামের ওয়ার্কসপ থেকে লোহার হাতুরী ব্যবহার করে।এই আক্রোশ গত ২০ জানুয়ারী সকাল অনুমান এগারো ঘটিকার সময়
সাইফুল দোকানে কাজ করার সময় সকল বিবাদীরা ধারালো দা লোহার রড লাটিসোটা নিয়ে সাইফুলের দোকানে প্রবেশ করে এ্যালোপাথারী মারপিট শুরু করে। এ সময় কাজলের হাতে থাকা ধারালো দা দিয়ে সাইফুলের মাথা কুপ মারিলে মারাত্বক আহত হয়ে মাঠিতে পরে গেলে সকল বিবাদীরা মিলে দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে নগদ দেড় লক্ষ টাকা ও দোকানের অন্যান্য মালামাল ছিনাইয়া নিয়ে যায়।সাইফুলের চিৎকারে স্বাক্ষীগন সহ পথচারীরা এসে সাইফুলকে উদ্ধার করে নাসিরনগর হাসপাতালে নিয়ে আসলে রোগীর অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জানা গেছে কাজল এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সেবী ছাড়াও তার বিরোদ্ধে রয়েছে একাদিক মাদক আর পুলিশ এসল্ট মামলা।ফান্দাউক ইউপি সদস্য জাকারিয়া জাকির বলেন কাজল সারাক্ষণ নেশায় বিভোর থাকে।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার সরকার অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে তদন্ত সাথেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :