সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আলু নিরাপদ উপায়ে উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ সংশিষ্ট স্টেকহোল্ডারগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিচালক (সংস্থাপন, আর্থিক ও জনসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপুসহ বিভিন্ন স্থান থেকে আসা কৃষক, আলু ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :