শাহাজালালে আসা চার চীনা নাগরিক করোনা আক্রান্ত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২২, ৮:০৯ অপরাহ্ন / ৯৬
শাহাজালালে আসা চার চীনা নাগরিক করোনা আক্রান্ত

চীন থেকে আসা চার নাগরিকের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধায় সোনালী নিউজকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ডা. শাহরিয়ার বলেন, তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আইইডিসিআরে। সেখানেই তাদের স্যাম্পল পরীক্ষা নিরিক্ষা করা হবে। এরপর জানা যাবে আসলে তারা কোন ধরনের কোভিট ভ্যারিয়েন্টে আক্রান্ত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের কুম্বিং থেকে বিকেল সারে তিনটায় একটি ফ্লাইট দেশে এসে পৌছায়। এই ফ্লাইটের চার সদস্যকে আমরা র্যাপিড টেস্ট করি। এই টেস্টে তাদের করোনা পজিটিভ আসে। এরপরই তাদের পাঠানো হয় ডিএনসিসি হাসপাতালে।

তারা করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছিলো কি না জানতে চাইলে ডা. সাজ্জাদ বলেন, করোনা নেগেটিভ আনলেও করোনা পজিটিভ হতে পারে। টেস্ট করার পরও আক্রান্ত হতে পারে। তাছাড়া, আক্রান্ত ব্যক্তিদের সন্দেহ হয়। তাদের একজনের কান লাল ছিলো। একজনের সর্দী ছিলো। পরে আশপাশের কয়েকজনকে টেস্ট করলে চারজনের কোভিড পজিটিভ আসে।

বিদেশ থেকে আসা সবাইকে কি টেস্ট কর হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সবাইকে টেস্ট করতে পারনো না। যাদের দেখে সন্দেহ হবে শুধু তাদেরকে র্যাপিড টেস্ট করা হচ্ছে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ