রাজধানীর মালিবাগে জামায়াতে ইসলামির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের ১০ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
শুক্রবার (৩০ ডিসেম্বর)বিকেলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, জামআর নামাজের পর জামায়াত ইসলামী একটি মিছিল বের করে। তারা মৌচাকযাওয়ার পর বাধা দেয় পুলিশ। সেই বাধা অতিক্রম করে তারা মালিবাগ গেলে পুলিশের বাধার মুখে আবার পরে জামায়াত-শিবির কর্মীরা। এসময় জামায়াত-শিবির কর্মীদের মিছিল করার অনুমোদন না থাকায় চলে যেতে বলে পুলিশ।
পুলিশ জানায়, শান্তিপূর্ন ভাবে তাদের চলে যেতে বললেও তারা যায়নি। উল্টো হঠাৎকরে পুলিশের ওপর হামালা চালায় জামায়াত শিবির কর্মীরা। এতে ঐ সময়ই পুলিশের ১০ সদস্য আহত হয়। এই ঘটনায় এ পর্যন্ত ১১ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :