বেইলি রোডে আগুনের ঘটনায় মোদির শোক


প্রকাশের সময় : মার্চ ২, ২০২৪, ৯:০৭ অপরাহ্ন / ১৬৮
বেইলি রোডে আগুনের ঘটনায় মোদির শোক

এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন,
এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে।

ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে রাজধানীর গ্রিন কোজি কটেজ শপিং মলে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে মোদি গভীর শোক প্রকাশ করেন। এ দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি। শুক্রবার (১ মার্চ) চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী আরও দৃঢ়তার সঙ্গে বলেন, এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের জন্য তার শুভকামনা থাকবে। গত ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ওই ভবনটিতে আগুন লাগলে ৪৬ জন নিহত হন।