সাভার প্রতিনিধি: দেশের সংকট মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার আহ্বান করলেও তার তোয়াক্কা না করেই সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ‘বিএলআরআই’ এর মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন প্রাধিকারের বাইরে গিয়ে একাধিক গাড়ি ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে।
তার ব্যবহারের গাড়িগুলো হলো ঢাকা মেট্রো-ঘ ১৩-৭৪৬৫, ঢাকা মেট্রো-ঘ ১১-০০৪৮, ঢাকা মেট্রো-ঘ ১১-০০৪৪। এরমধ্যে
ঢাকা মেট্রো-ঘ ১১-০০৪৪ এই গাড়িটি তিনি অফিসিয়ালি ব্যবহার করলেও বাকি দুইটি গাড়ি তিনি ব্যক্তিগত ভাবে ব্যবহার করেন।
এবিষয়ে সত্যতা স্বীকার করেছেন মহাপরিচালকের এক গাড়ি চালক। সেই চালকের বক্তব্যের ভিডিও এই প্রতিবেদকের কাছে রয়েছে।
এর আগে একই অভিযোগ উঠেছিল বিএলআরআইয়ের সাবেক মহাপরিচালক নাথুরামের বিরুদ্ধে। পরে মন্ত্রণালয়ের তদন্ত কমিটির তদন্তে ঘটনার সত্যতা পায়।
এছাড়াও বিএলআরআই’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক (গবেষণা) ড. নাসরিন সুলতানা বর্তমান মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিণী । তিনি তার স্বামী বিএলআরআই’র মহাপরিচালক এই ক্ষমতার অপব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।
এসব বিষয়ে বিগত দিনে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করায় বিএলআরআইয়ে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে বর্তমান মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন। তার অনুমতি ছাড়া কোন সাংবাদিক বিএলআরআইয়ের ভেতরে প্রবেশ করতে পারেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, ড. জাহাঙ্গীর হোসেন মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর থেকে তার সহধর্মিনী বিএলআরআই’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক (গবেষণা) ড. নাসরিন সুলতানা প্রতিটি সেক্টর প্রভাব খাটান। প্রটোকল অনুযায়ী ড. জাহাঙ্গীর হোসেনের পরবর্তী মহাপরিচালকের দায়িত্ব কথা রয়েছে তার । একই চেয়ারে পরিবারের দুইজন দীর্ঘদিন থাকবেন সেই সুদীর্ঘ পরিকল্পনা করে নানা কর্মকান্ড ও প্রভাব বিস্তার করছেন।
এবিষয়ে বিএলআরআই’র মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমি একটির বেশি গাড়ি ব্যবহার করি না। একাধিক গাড়ির অভিযোগ মিথ্যা। আর আমার সহধর্মিনী আমার বাহিরে কোন কথা বলেন না।
আপনার মতামত লিখুন :