দেশের উন্নয়ন-অগ্রযাত্রা কোনো ম্যাজিক নয়; বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিফলন


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২২, ১১:০৭ অপরাহ্ন / ৭৪
দেশের উন্নয়ন-অগ্রযাত্রা কোনো ম্যাজিক নয়; বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিফলন

৩০ ডিসেম্বর ২০২২ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, হতভাগ্য জাতিকে সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করে দেয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরণ কাজ করেছেন। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সারাজীবন নির্যাতন ভোগ করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো, সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ‘সোনার বাংলা’ তথা উন্নত বাংলাদেশ গড়ার।

সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দেশের ক্রমবর্ধমান উন্নয়ন-অগ্রযাত্রা কোনো ম্যাজিক নয়; এটি বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিফলন। আর এ স্বপ্ন বাস্তবায়ন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমেই সম্ভব হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান, এলজিইডি’র প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান সহ আরো অনেকে।
সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ