ধর্ষণ মামলার সাক্ষীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ


প্রকাশের সময় : জুন ১৩, ২০২৫, ৫:০০ অপরাহ্ণ / ৭৮
ধর্ষণ মামলার সাক্ষীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

বগুড়ার ধুনটে ধর্ষণ মামলার সাক্ষীর বসতবাড়িতে হামলা চালিয়ে মারপিট করে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। মারপিটে আহত সাক্ষী ও তার চাচাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধুনট থানার ওসি সাইদুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। হামলায় আহতরা হলেন, ধুনট উপজেলার রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামের ধর্ষণ মামলার সাক্ষী শাহ জামাল (৪৫) ও তার চাচা নয়ন মিয়া (৬৫)।

আহত শাহ জামাল অভিযোগ করেন, তার প্রতিবেশির দ্বিতীয় স্ত্রীকে (২৫) বিয়ের প্রলোভন দিয়ে বায়েজিদ (৩২) গত এক বছর ধরে ধর্ষণ করে আসছেন। ওই নারী বিয়ের জন্য চাপ দিলে বায়েজিদ তালবাহানা শুরু করেন। বাধ্য হয়ে ওই নারী গত ১০ জুন ধুনট থানায় বায়েজিদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তাকে (শাহ জামাল) প্রধান সাক্ষী করা হয়। এতে বায়েজিদ ক্ষুব্ধ হন। বায়েজিদের নির্দেশে সকালে রহিম ও সাহিদুলসহ অজ্ঞাত ৫-৭ জন বাড়িতে ঢুকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। এ ব্যাপারে দুপুরে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, একটি ধর্ষণ মামলার সাক্ষীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ধর্ষণ মামলার আসামি বায়েজিদকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০