

ঘুসের বিনিময়ে পুরোনো আয়কর নথি হস্তগত করে ২৩৭ কোটি ৫৯ লাখ টাকার সম্পদ আয়কর বিবরণীতে সংযুক্ত করেন এস আলম পরিবহনের মালিক সালাহউদ্দিন আহমেদ। ঘুস প্রদানের দায়ে তার ও তার আইনজীবী ওবায়দুল হক সরকারের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর। একই সঙ্গে তাদের বিরুদ্ধে তদন্তকাজ শুরু করেছে রাজস্ব আহরণকারী সংস্থাটি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআরের সদস্য (ট্যাক্সেস লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, ঘুসকাণ্ডের ঘটনা তদন্তে জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং একই সঙ্গে তাদের করফাঁকির তথ্যও যাচাই করা হচ্ছে।