
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে দাউদকান্দি থানার পুলিশ গুলশান পুলিশের সহযোগিতায় আটক করে। দাউদকান্দির গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামের বাসিন্দা সুমন কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার বড় ছেলে।
থানা সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রিফাত, বাবু ও সুলতান মিয়া হত্যাসহ চারটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি। গ্রেপ্তার করার পর রাতেই তাঁকে দাউদকান্দি থানায় নেওয়া হয় এবং সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
×
10 November 2025 20:27

Reporter Name 



















