১০:২০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

    প্রধান শিক্ষকের হাত-পা ভেঙে দেয়ায় বিএনপি নেতার শাস্তির দাবিতে মানববন্ধন

    • Reporter Name
    • Update Time : ১১:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
    • ৬৫ Time View

    পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে হাতুড়িপেটা করে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে হামলার শিকার বিপুল মৈত্রের স্ত্রী কবিতা, বিদ্যালয়টির শিক্ষকমন্ডলী ও বিএনপির এক অংশের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ অংশ নেয়। মানববন্ধনে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এলিজা জামান বলেন, একজন শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সরকারের কাছে দাবি জানান। অন্যান্য বক্তারা বলেন, শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষাঙ্গনে অস্থিরতা দেখা দেবে। তাই শিক্ষকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় থেকে পিরোজপুর শহরে ফেরার পথে পিরোজপুর- নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা নামক স্থানে দুর্বৃত্তরা বিপুল মৈত্রের পথরোধ করে তাকে হাতুড়িপেটা করে। 

    এ সময় তার দুই পা ও ডান হাত ভেঙে যায়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হওয়ার পর পুলিশ প্রধান আসামি সাবেক জেলা বিএনপির সদস্য ও শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চানকে গ্রেফতার করেছে। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিএনপির স্থানীয় দুইটি পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

    ×
    10 November 2025 22:20


    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    প্রধান শিক্ষকের হাত-পা ভেঙে দেয়ায় বিএনপি নেতার শাস্তির দাবিতে মানববন্ধন

    Update Time : ১১:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

    পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে হাতুড়িপেটা করে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে হামলার শিকার বিপুল মৈত্রের স্ত্রী কবিতা, বিদ্যালয়টির শিক্ষকমন্ডলী ও বিএনপির এক অংশের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ অংশ নেয়। মানববন্ধনে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এলিজা জামান বলেন, একজন শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সরকারের কাছে দাবি জানান। অন্যান্য বক্তারা বলেন, শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষাঙ্গনে অস্থিরতা দেখা দেবে। তাই শিক্ষকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় থেকে পিরোজপুর শহরে ফেরার পথে পিরোজপুর- নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা নামক স্থানে দুর্বৃত্তরা বিপুল মৈত্রের পথরোধ করে তাকে হাতুড়িপেটা করে। 

    এ সময় তার দুই পা ও ডান হাত ভেঙে যায়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হওয়ার পর পুলিশ প্রধান আসামি সাবেক জেলা বিএনপির সদস্য ও শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চানকে গ্রেফতার করেছে। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিএনপির স্থানীয় দুইটি পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

    ×
    10 November 2025 22:20