০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

    ডিজিটাল পেমেন্ট সার্ভিস পরিচালনার অনুমোদন পেল রবির স্মার্ট পে

    • Reporter Name
    • Update Time : ০১:০০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
    • ৫৯ Time View

    ডিজিটাল পেমেন্ট সেবার নতুন দিগন্ত: ‘স্মার্টপে’র জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেল রবি

    অর্থনৈতিক প্রতিবেদক: ঢাকা, ১৪ অক্টোবর: মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি তাদের নতুন গঠিত সহযোগী প্রতিষ্ঠান স্মার্টপে লিমিটেড-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সেবা পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে। আজ সোমবার এক ঘোষণায় রবি এই তথ্য নিশ্চিত করেছে। দেশের ফিনটেক খাতে নতুন মাত্রা যোগ করে বাংলাদেশ ব্যাংক স্মার্টপে লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে পরিচালনার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) জারি করেছে। 

    ফিনটেক খাতে পূর্ণাঙ্গ প্রবেশ:

    সম্পূর্ণভাবে রবির সাবসিডিয়ারির মালিকানাধীন এই নতুন প্রতিষ্ঠানটি দেশের ইলেকট্রনিক পেমেন্ট সল্যুশন সরবরাহ করবে। স্মার্টপে-এর প্রধান সেবার মধ্যে থাকবে বিল পরিশোধ, ইউটিলিটি সার্ভিস পেমেন্ট এবং অন্যান্য সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন কার্যক্রম। রবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এতদিন পর্যন্ত প্রতিষ্ঠানটি তাদের বিদ্যমান ‘রবি ক্যাশ’ অ্যাপের মাধ্যমে কেবল সীমিত পরিসরে (যেমন মোবাইল রিচার্জ, বিল পরিশোধ, ট্রেনের টিকিট কেনা) ডিজিটাল পেমেন্ট সুবিধা দিচ্ছিল। কিন্তু গ্রাহকদের ‘ক্যাশ আউট’ বা অন্য অপারেটরে টাকা স্থানান্তর করার অনুমতি ছিল না। ওই কর্মকর্তা বলেন, “বাংলাদেশ ব্যাংকের পরামর্শ ছিল যে পূর্ণাঙ্গ ডিজিটাল পেমেন্ট সেবা চালিয়ে যেতে হলে একটি আলাদা লাইসেন্সধারী প্রতিষ্ঠান গঠন করতে হবে। সেই পরামর্শ অনুযায়ীই আমরা স্মার্টপে লিমিটেড গঠন করেছি।”

    রবি’র মালিকানা ও ইতিহাস:

    উল্লেখ্য, রবি ১৯৯৭ সালে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) নামে গঠিত হয়, যা একসময় একটেল নামে পরিচিত ছিল। পরে ২০১০ সালে এটি এয়ারটেল বাংলাদেশের সঙ্গে একীভূত হয়ে ‘রবি’তে রিব্র্যান্ডিং করে। বর্তমানে কোম্পানিটির প্রধান শেয়ার মালিক হলো মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ (৬১.৮২%) এবং ভারতীয় প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল (২৮.১৮%)। বাকি ১০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। রবি ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও হিসেবে রেকর্ড করেছিল।

    ×
    10 November 2025 19:40


    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    ডিজিটাল পেমেন্ট সার্ভিস পরিচালনার অনুমোদন পেল রবির স্মার্ট পে

    Update Time : ০১:০০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

    ডিজিটাল পেমেন্ট সেবার নতুন দিগন্ত: ‘স্মার্টপে’র জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেল রবি

    অর্থনৈতিক প্রতিবেদক: ঢাকা, ১৪ অক্টোবর: মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি তাদের নতুন গঠিত সহযোগী প্রতিষ্ঠান স্মার্টপে লিমিটেড-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সেবা পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে। আজ সোমবার এক ঘোষণায় রবি এই তথ্য নিশ্চিত করেছে। দেশের ফিনটেক খাতে নতুন মাত্রা যোগ করে বাংলাদেশ ব্যাংক স্মার্টপে লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে পরিচালনার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) জারি করেছে। 

    ফিনটেক খাতে পূর্ণাঙ্গ প্রবেশ:

    সম্পূর্ণভাবে রবির সাবসিডিয়ারির মালিকানাধীন এই নতুন প্রতিষ্ঠানটি দেশের ইলেকট্রনিক পেমেন্ট সল্যুশন সরবরাহ করবে। স্মার্টপে-এর প্রধান সেবার মধ্যে থাকবে বিল পরিশোধ, ইউটিলিটি সার্ভিস পেমেন্ট এবং অন্যান্য সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন কার্যক্রম। রবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এতদিন পর্যন্ত প্রতিষ্ঠানটি তাদের বিদ্যমান ‘রবি ক্যাশ’ অ্যাপের মাধ্যমে কেবল সীমিত পরিসরে (যেমন মোবাইল রিচার্জ, বিল পরিশোধ, ট্রেনের টিকিট কেনা) ডিজিটাল পেমেন্ট সুবিধা দিচ্ছিল। কিন্তু গ্রাহকদের ‘ক্যাশ আউট’ বা অন্য অপারেটরে টাকা স্থানান্তর করার অনুমতি ছিল না। ওই কর্মকর্তা বলেন, “বাংলাদেশ ব্যাংকের পরামর্শ ছিল যে পূর্ণাঙ্গ ডিজিটাল পেমেন্ট সেবা চালিয়ে যেতে হলে একটি আলাদা লাইসেন্সধারী প্রতিষ্ঠান গঠন করতে হবে। সেই পরামর্শ অনুযায়ীই আমরা স্মার্টপে লিমিটেড গঠন করেছি।”

    রবি’র মালিকানা ও ইতিহাস:

    উল্লেখ্য, রবি ১৯৯৭ সালে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) নামে গঠিত হয়, যা একসময় একটেল নামে পরিচিত ছিল। পরে ২০১০ সালে এটি এয়ারটেল বাংলাদেশের সঙ্গে একীভূত হয়ে ‘রবি’তে রিব্র্যান্ডিং করে। বর্তমানে কোম্পানিটির প্রধান শেয়ার মালিক হলো মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ (৬১.৮২%) এবং ভারতীয় প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল (২৮.১৮%)। বাকি ১০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। রবি ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও হিসেবে রেকর্ড করেছিল।

    ×
    10 November 2025 19:40