রাজবাড়ী প্রতিনিধি। মাত্র ৬৪ দিনে পায়ে হেটে দেশর ৬৪ জেলা ভ্রমন করেছেন রাজবাড়ীর মোঃ ইউছুফ(২২) নামের এক যুবক।সে কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের দেলবর মন্ডলের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তিনি তার পথযাত্রা শেষ করেন।
মোঃ ইউছুফ বলেন, তিনি রাজবাড়ী শহরের ডা. আবুল হোসেন কলেজে ডিগ্রি ২য় বর্ষের ছাত্র। মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, জীবন বাঁচাতে রক্তদানে উৎসাহ ও পরিবেশের বন্ধু গাছ কাটা থেকে বিরত রাখতে তিনি ২০২২ সালের (১০ নভেম্বর) কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ওয়ালকিং মিশন বাংলাদেশ নামে পথযাত্রা শুরু করেন। গড়ে প্রতিদিন ৫২ কিলোমিটার হেটেছেন। সেই ধারাবাহিকতায় ৬৪ দিনে ৩ হাজার ৩৬০ কিলোমিটার পথ পায়ে হেটে আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারী) রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে যাত্রা শেষ করে।
মোঃ ইউছুফ আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়নে নয়। এলাকার বড় ভাই ও নিজের উদ্যোগে এ যাত্রা শুরু করি। ৬৪ জেলায় হাঁটার উদ্দেশ্য শুধু হাইকিং বা রেকর্ড তৈরি করা নয়। চলতি পথে মাদকের ভয়াবহতা, রক্তদানে উৎসাহ এবং পরিবেশবান্ধব গাছ না কাটা নিয়ে তিনটি বিষয়ে মানুষকে সচেতন করেছি। পথে কোনো প্রতিবন্ধকতা পাইনি বরং যে জেলায় গিয়েছি সেই জেলার মানুষেররা আমাকে সাহায্য সহযোগিতা করেছে। আমি যেই জেলায় গিয়েছি সেই জেলার মাটি সংগ্রহ করেছি। ভবিষ্যতে পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণ করার ইচ্ছা রয়েছে।
আপনার মতামত লিখুন :