১০ জেলা ও মহানগরে কমিটি ঘোষণা করল বিএনপি


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন / ২৪
১০ জেলা ও মহানগরে কমিটি ঘোষণা করল বিএনপি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিসহ ৫ জেলা ও ৪ মহানগরের
আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। ৪ নভেম্বর বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আর
মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আলহাজ
এরশাদ উল্লাহকে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্য সচিব করে মোট ৫৩ জনের
নাম রয়েছে এই তালিকায়।
বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে মনিরুজ্জামান খান ফারুককে
আহ্বায়ক এবং মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটির
মোট সদস্য ৪২ জন।
সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে রেজাউল হাসান কয়েছ লোদী ভারপ্রাপ্ত
সভাপতি এবং ইমদাদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১৭০ সদস্যের এই
পূর্ণাঙ্গ কমিটি এখন সকল কার্য্ক্রম পরিচালনা করবে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে ফয়জুর রহমান
ময়ুনকে। কমিটিতে রাখা হয়েছে আরও ৩২ সদস্যকে।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে। কলিম উদ্দিন আহমদ
মিলনকে আহ্বায়ক করে ৩২ সদস্যের এই কমিটি অনুমোদন দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে এডভোকেট আব্দুল
মান্নানকে।সিরাজুল ইসলাম সিরাজকে সদস্য সচিব করে ৩২ সদস্যের কমিটি ঘোষণা করা
হয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটিতে কুতুব উদ্দীন আহমেদকে আহ্বায়ক এবং
ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করা হয়েছে। তবে দৌলতপুর
উপজেলা বিএনপির সভাপতি সংস্কারপন্থি সাবেক সংসদ সদস্য ৫ আগষ্টের পর নানান
কর্মকান্ডে বিতর্কিত রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে করা হয়েছে সিনিয়র যুগ্ম
আহ্বায়ক।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে. মো. জাকির হোসেন বাবলুকে।
এছাড়া মো. রোকনুজ্জামান সরকার রোকনকে করা হয়েছে সদস্য সচিব।
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. হযরত আলী। সদস্য সচিব আলহাজ
অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ৩:৫৬ অপরাহ্ণ
  • ৫:৩৬ অপরাহ্ণ
  • ৬:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ