সুইডেন ডেনমার্ক ও নেদারল্যান্ডে কোরআন পোড়ানোর ঘটনায় তালতলীতে বিক্ষোভ মিছিল


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৩, ৭:০৬ অপরাহ্ন / ৩৭৬
সুইডেন ডেনমার্ক ও নেদারল্যান্ডে কোরআন পোড়ানোর ঘটনায় তালতলীতে বিক্ষোভ মিছিল

(জলিল আহমেদ তালতলী থেকে) নেদারল্যান্ডস, ডেনমার্ক ও সুইডেনে কোরআন পোড়ানো এবং অবমাননার প্রতিবাদ জানিয়ে বরগুনার তালতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসলীম ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার(০২ ফেব্রুয়ারি) আছর নামাজের পরে মাওলানা মুফতি ইসমাইল হোসাইন সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। তালতলী শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে মুসলীম ঐক্য পরিষদ তালতলীর নেতারা কোরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শান্তিপ্রিয় মুসলমানদের বিক্ষুব্ধ করবেন না। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ইসলাম শান্তি, সাম্য ও সহিষ্ণুতার ধর্ম। তাই ইসলাম ধর্মের অনুসারী মুসলমানরা অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাসে কখনো আঘাত করে না। কিন্তু অন্যান্য ধর্মের ধর্মীয় উগ্রবাদীরা মুসলমানদের ধৈর্য-সহ্যের পরীক্ষা নিচ্ছে। কোরআন পুড়িয়ে অবমাননা করে মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। এ ধরনের উগ্রবাদীরা পৃথিবীর শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি। তারা মুসলমানদের ধর্মবিশ্বাসে আঘাত করে পৃথিবী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত করছে।

তারা আরও বলেন, জাতিসংঘ, ওআইসিসহ বিশ্বের মুসলিম নেতাদের এ ব্যাপারে সোচ্চার ও জোরালো প্রতিবাদ জানাতে হবে। ডাচ ও সুইডেনে কোরআন অবমাননা সন্ত্রাসবাদের পরিকল্পিত উসকানি। কোনো মুসলমান তা মেনে নিতে পারে না। দ্রুত এর সাথে জড়িতদের বিচার করার দাবি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আফজাল হোসাইন, মাওঃ আবুল কালাম, নুরে আলম সুমন ও মাওলানা আব্দুস সবুর, ই্উসুফ আলী প্রমুখ।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ