সাভারের কাউন্দিয়ায় দুর্গা পুজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন / ৯৫
সাভারের কাউন্দিয়ায় দুর্গা পুজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক : সাভারের কাউন্দিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ তুহিন। ইউনিয়নের ঘাসিরদিয়া, গোয়ালবাড়ি, ইশাকাবাদ, বেলতলী ও বাগিরচারটেক মন্ডপে একযোগে শুরু হয়েছে উৎসব।
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী ধর্মীয় সম্পৃতি ও পুজা উৎসব নিরাপদ ও নির্বিঘ্ন করতে জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে চলেছে বলে জানান নেতা কর্মীরা।
শান্তি ও সৌহার্দপূর্ণ সহবস্থানে সবসময় সকল মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেন এই নেতা।
পুজা উদযাপন কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপির পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর ও শুভেচ্ছা উপহারে আমরা অনেক খুশি। এসময় পুজা উদযাপন কমিটির পক্ষ থেকে দেশনেতা তারেক জিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের মোঃ কামরুল হোসেন, মোহাম্মদ সেলিম, আল ইসলাম, বিদ্যুত হোসেন প্রমুখ।