মো: সাইফুল ইসলাম দুলাল : লক্ষ্মীপুর সদর ২ নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন ০৩ নং ওয়ার্ডের বাসিন্দা, অজিউল্লাহ মেম্বার বাড়ীর মৃত তছলিম মিয়ার ছোট ছেলে মুরাদ হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত দুই বছর আগে তার বাবা জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, মরহুম তছলিম মিয়ার চার সন্তানের মধ্যে মুরাদ সর্বকনিষ্ঠ। বড় ছেলে মোঃ মানিক, ও আবুল কালাম,এবং তার মেয়ে সুুমীর পরেই এই প্রবাসী মুরাদ হোসেন। এলাকার শান্তশিষ্ট মধ্যবিত্ত ফ্যামিলিতে গড়ে উঠে মুরাদ হোসেনের বাল্যকাল। বাবার মৃত্যুর পরে মুরাদ হোসেন সৌদি আরব এক বুক ভরা স্বপ্ন নিয়ে গেলেন। আর এখন ফিরে আসবেন মৃত লাশ হয়ে, তার মৃত্যুতে এলাকার জুড়ে শোকের ছায়া নেমে আসে।
আপনার মতামত লিখুন :