সড়কের আলোচিত সবুজ উদ্দিন পরিবারের সম্পদের পাহাড়


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৪, ২:০২ অপরাহ্ন / ১৮০
সড়কের আলোচিত সবুজ উদ্দিন পরিবারের সম্পদের পাহাড়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আস্থাভাজনদের তালিকায় ওপরের দিকেই রয়েছে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খানের নাম। মন্ত্রীর সক্ষতায় কয়েক বছরেই ধনকুবেরের তালিকায় লিখিয়েছেন নিজের নাম। আবেদ মনসুর নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্ক্যামেও উঠে এসেছে এই প্রকৌশলীর নাম। বিভিন্ন পত্রিকায় বিষয়টি শিরোনামও হয়েছে। অভিযোগ রয়েছে ওই প্রতিষ্ঠানের আশির্বাদে রাতারাতি গাড়ি—বাড়িসহ হয়েছে কোটি কোটি টাকার মালিক। এছাড়া সাগর বিল্ডার্সের সঙ্গে ছিলো তার বেশ সক্ষতা। পাবনায় নিজ গ্রামের বাড়িতে শতাধিক বিঘা জমি, পুকুর, খামার, গোডাউনসহ খান বাজার নামে একটি বাজার রয়েছে সবুজ উদ্দিন পরিবারের। রাজধানীর উত্তরায় দামি ফ্ল্যাট, মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পাশে বহুতল ভবন রয়েছে তার। অভিযোগ রয়েছে, বনানী ও মিরপুরেও ফ্ল্যাট ও বাড়ি রয়েছে সবুজ উদ্দিন পরিবারের। এছাড়া তার ভাগিনা সুরুজের প্রতিষ্ঠান এপিক বিল্ডার্স তার আশির্বাদেই প্রতিষ্ঠিত। অভিযোগ রয়েছে সেইন্টমার্টিনে ছেলের শশুর বাড়ি এলাকায় একটি রিসোর্টও আছে সবুজ উদ্দিন পরিবারের। এছাড়া পালক মেয়ে ও জামাতার সহযোগিতায় মালয়েশিয়াতে অর্থপাচার ও বাড়ি কিনেছেন এই প্রকৌশলী। ছেলেকে পড়াশোনা করিয়েছেন কানাডাতে। আওয়ামী লীগের মতাদর্শী তার স্ত্রী একটি চ্যারিটেবল ট্রাস্ট পরিচালনা করলেও চড়েন কোটি টাকার গাড়িতে। অভিযোগ রয়েছে এই গাড়িটি উপহার হিসেবে পেয়েছেন সবুজ উদ্দিন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আস্থাভাজন হওয়ার সুবাদে ক্ষমতার দাপটে পাবনায় নিজ গ্রামে স্থানীয়দের জমি জোরপূর্ব বিক্রি করতে বাধ্য করার অভিযোগেও জড়িয়েছে সবুজ উদ্দিন পরিবারের নাম।অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার সবুজ উদ্দিন খানের সংগে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়াযায়নি