শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৪, ৭:২০ অপরাহ্ন / ১৭৫
শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

ফয়সাল কবির, লক্ষ্মীপুর – নতুন বছরের প্রথম দিনে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

সোমবার ১ জানুয়ারী লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ সভাপতি মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আরআই (পুলিশ লাইন্স) মোঃ আব্দুস সামাদ, পুলিশ পরিদশর্ক (নিরস্ত্র) মোঃ কবির হোসেন, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন ও প্রধান শিক্ষক সালমা বেগম সহ সকল শিক্ষক,শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

এদিকে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।

এদিকে, বেলা ১১টার সময় পৌরসভার উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল লতিফ মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানসহ প্রমুখ।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ