লালপুরে উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পুর উপর সন্ত্রাসী হামলা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৪, ৫:২২ অপরাহ্ন / ৫৬
লালপুরে উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পুর উপর সন্ত্রাসী হামলা

এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি, নাটোরের লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার লালপুর কলেজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে । ঘটনাস্থলে থেকে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল বিএনপির ওই নেতাকে উদ্ধার করেন বলে জানা গেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসার আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিএনপির ওই নেতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার বড় ধরনের শারীরিক ক্ষতি হয়নি বলে জানা গেছে। এঘটনায় বিএনপির নেতা হারুনুর রশিদ পাপ্পু নিজেই বাদি হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার রাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল হয়। এসময় সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এবিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার ইয়াসির আরশাদ রাজন বলেন,উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পুর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ৪:০০ অপরাহ্ণ
  • ৫:৪০ অপরাহ্ণ
  • ৬:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ