লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ ইউনিয়নের নির্বাচন আগামীকাল


প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৪, ৪:৪২ অপরাহ্ন / ১৭৭
লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ ইউনিয়নের নির্বাচন আগামীকাল

জি এ সাজুঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনী প্রচারনায় শেষে ১৩ বছর পর লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়নের নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল । সীমানা নির্ধারন এবং মামলা জটিলতার কারনে এসব ইউনিয়নের জনগন ১৩ বছর নির্বাচন থেকে বঞ্চিত ছিল। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও আওয়ামিলীগের একাধিক প্রার্থী রয়েছে । তবে সুষ্ঠু ভোট নিয়ে এক প্রার্থী আরেক প্রার্থীর দিকে অভিযোগের তীর তুলছেন। কালো টাকার প্রভাব এবং কেন্দ্র দখল নিয়েও এক প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন ।

এদিকে গত কয়েকদিন যাবত প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীগন ভোটারদের মন জয় করার জন্য ব্যাপক গণসংযোগ চালিয়ে গেছেন ।

লক্ষ্মীপুর নির্বাচন কমিশন অফিসের সূত্রমতে, লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিন হামছাদী,৩নং দালাল বাজার,৬নং বাঙ্গাখাঁ,১৫নং লাহারকান্দি,এবং ১৯নং তেওয়ারীগন্জ ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হবে । এসব ইউনিয়নে ২০১১ সালের ২৭ জুন সবশেষ নির্বাচন হয়েছিল। এরপর সীমানা জটিলতা এবং মামলা সংক্রান্ত জটিলতার কারনে দীর্ঘ ১৩ বছর ভোট হয়নি ।

এদিকে নির্বাচন প্রসঙ্গে লক্ষ্মীপুর জেলা প্রসাসক সুরাইয়া জাহান বলেন ভোটের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবিসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে । জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুর রহমান বলেন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ।

উল্লেখ্য লক্ষ্মীপুর সদর উপজেলা ৫ টি ইউনিয়ন নির্বাচনে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । এছাড়া ২২৫ জন মেম্বার এবং ৬৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে ৪৬ টি ভোট কেন্দ্রের ২৩৮ টি ভোট কক্ষের মাধ্যমে ১ লক্ষ ২২ হাজার ২২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । এরমধ্যে পুরুষ ভোটার ৬৪ হাজার ৬৮ জন এবং নারী ভোটার রয়েছেন ৫৮ হাজার ৮৫৮ জন ।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ৪:০০ অপরাহ্ণ
  • ৫:৪০ অপরাহ্ণ
  • ৬:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ